বিশ্বকাপে টানা তৃতীয়বার শুভসূচনার দেখা পাবে বাংলাদেশ?

মেহেদী ইসলাম

অক্টোবর ৭, ২০২৩, ১০:৫৪ এএম

বিশ্বকাপে টানা তৃতীয়বার শুভসূচনার দেখা পাবে বাংলাদেশ?

ছবি: ইউএনবি

বাংলাদেশ ও আফগানিস্তান উভয় দলেরই বিশ্বকাপ শুরু আজ। আজ বাংলাদেশ সময় বেলা ১১ টায় আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব।

ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। এর আগে ২০১৫ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপেও শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছিল দলটি। টানা তৃতীয় বিশ্বকাপে শুভসূচনা করতে এবার আবারও আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

প্রতি বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা রঙিন হলেও আফগানিস্তানের শুরুটা তেমন ভালো হয়নি ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে। ২০১৫ বিশ্বকাপে অভিষেক ম্যাচে দলটি বাংলাদেশের বিপক্ষে হেরেছিল। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপেও নিজেদের প্রথম ম্যাচে তারা হেরেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেমিফাইনালের দিকে এগিয়ে থাকতে দুই দলের জন্যই এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।  আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের সর্বশেষ ম্যাচে বেশ বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। বাংলাদেশ কি পারবে আজ আফগানিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার বিশ্বকাপে শুভসূচনা করতে? নাকি নতুন কোন ইতিহাস রচনা করতে চলেছে আফগানিস্তান?

Link copied!