৮ দিন পর বিশ্বকাপ; এ সময় অধিনায়কত্ব ছাড়ছেন সাকিব?

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০৭:১৫ পিএম

৮ দিন পর বিশ্বকাপ; এ সময় অধিনায়কত্ব ছাড়ছেন সাকিব?

সংগৃহীত ছবি

আর মাত্র ৮ দিন পর ৫ অক্টোবর শুরু হতে যাচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। ৭ অক্টোবর বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ। বিশ্বকাপ খেলতে আগামীকাল বিকেলে ভারতের বিমান ধরবে বাংলাদেশ দল। অথচ এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেনি। এমনকি দলে কে কে থাকছেন সে নিয়েও অনিশ্চয়তায় ভাসছে বিসিবি। 

দল ঘোষণা তো দূরের কথা, অধিনায়ক হিসেবে সাকিব থাকছেন কি না সেই বিষয়টি নিয়েও জেগেছে শঙ্কা।

গতকাল ছুটি থেকে ফিরে মধ্যরাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় যান প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। সে সময় সাকিব আল হাসানও উপস্থিত ছিলেন। জানা যায় সেই আলোচনায় বিশ্বকাপের আগেই বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়তে চেয়েছেন সাকিব।

অধিনায়ক সাকিব আল হাসান এবং কোচ চন্ডিকা হাথুরুসিংহে বোর্ড সভাপতিকে জানিয়েছেন, বিশ্বকাপের মতো বড় আসরে তারা কোনো ‘আনফিট’ বা ‘হাফ-ফিট’ ক্রিকেটারকে দলে চান না; এমনকি তিনি যদি হন তামিম ইকবালের মতো অভিজ্ঞ কেউও। সাকিব নাকি এমনও বলেছেন, আনফিট কেউ দলে থাকলে তিনি বিশ্বকাপে অধিনায়কত্ব করবেন না।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের দ্বিতীয় ওয়ানডের পর তামিম নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন তিনি এখনো পুরোপুরি ফিট নন। এরপর একই কথা তিনি ব্যক্তিগতভাবে বোর্ডের কয়েকজন পরিচালককে বলেছেন, বলেছেন নির্বাচকদেরও। 

উল্লেখ্য, গত মাসে নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিবকে বেছে নেওয়া হয়। তখন বোর্ড সভাপতি পাপন জানান, এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের দলনেতা থাকবেন এই বাঁহাতি তারকা অলরাউন্ডার।

Link copied!