আগস্ট ২৬, ২০২৩, ০৮:০৭ পিএম
ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) জনপ্রিয় রেসলার ব্রে ওয়াট মাত্র ৩৬ বছর বয়সেই মৃত্যুবরণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল (২৫ আগস্ট) এ মৃত্যুর খবর জানান ডব্লিউডব্লিউইর চিফ কন্টেন্ট অফিসার ও হেড অফ ক্রিয়েটিভ, পল মাইকেল লেভেস্ক। যিনি ‘ট্রিপল এইচ’ নামেই বেশি পরিচিত। যদিও ওয়াটের মৃত্যুর নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। ধারণা করা হচ্ছে হৃদরোগেই মারা গিয়েছেন ব্রে ওয়াট।
ভক্তদের কাছে ব্রে ওয়াট নামে জনপ্রিয় হলেও তাঁর আসল নাম, উইন্ডহাম রোটুন্ডা। তিনি অনেকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন । আর এর কারণেই নিজেকে খানিকটা রেসলিং থেকে দূরে রেখেছিলেন।
২০০৯ সালে ব্রে ওয়াটের রেসলিং ক্যারিয়ার শুরু হয়। যদিও ২০২১ থেকে ২০২২ সালের আগস্ট পর্যন্ত ছিলেন না কোনো খেলায়। বাবা ও নানার পর তাঁর বংশের তৃতীয় প্রজন্মের ডব্লিউডব্লিউই রেসলার তিনি।
‘ট্রিপল এইচ’ একটি টুইট বার্তায় জানান, “ডব্লিউডব্লিউই’র হল অব ফেইম মাইক রোটুন্ডা আমাকে ফোন করে নিশ্চিত করেছেন যে উইন্ডহাম রোটুন্ডা মারা গিয়েছেন। রেসলিং পরিবারের আজীবন সদস্য ছিলেন উইন্ডহাম রোটুন্ডা। তাকে ব্রে ওয়াট নামেও অনেকে চিনত।
আজ আচমকাই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ওর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। সেই সঙ্গে আপনাদের কাছেও অনুরোধ করছি, এই কঠিন সময় ওর পরিবারের গোপনীয়তা বজায় রাখা হোক।”
আরেক জনপ্রিয় রেসলার ডোয়াইন জনসন ওরফে ‘দ্য রক’ টুইটে লিখেছেন, “ব্রে ওয়াটের মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছি। রোটুন্ডা পরিবারের সবার প্রতি সমবেদনা ও ভালবাসা রইল।”
ব্রে ওয়াট দুইবার ডব্লিউডব্লিউই ইউনিভার্সাল এবং একবার ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ জয় করেছিলেন। মেট হার্ডির সাথে তিনি ডব্লিউডব্লিউইর ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের খেতাবও জয় করেন একবার।
২০১৯ সালে ওয়াটকে বর্ষসেরা পুরুষ রেসলারের খেতাবও দেওয়া হয়েছিল। ২০২১ সালে অপ্রত্যাশিতভাবে তার সাথে চুক্তি বাতিল করেছিল ডব্লিউডব্লিউই কর্তৃপক্ষ।
এরপর ২০২২ সালের অক্টোবরে এক্সট্রিম রুলসের মধ্যে দিয়ে আবার ফিরে আসেন ব্রে ওয়াট। শেষবার তাঁকে রিংয়ে দেখা গিয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে।