কঠিন সময় যাচ্ছে বার্সেলোনার ছবি : ব্লেচার রিপোর্ট
ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে হেরেছে বার্সেলোনা। আর এই হারের পর কোচ জাভি মৌসুম শেষে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন।
লা লিগায় বার্সেলোনায় ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ থেকে ১০ পয়েন্ট পেছনে তারা। বার্সেলোনা কঠিন সময় পার করছে।
২০২১ সালে বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন জাভি। তিনি বলেন,‘ আমি চলে যাচ্ছি, ৩০ জুন আমার শেষ। আমাকে বার্সার স্যার আলেক্স ফার্গুসেন হতে বলেছিল কেউ কেউ, কিন্তু সেটা অসম্ভব। বার্সায় এটা কখনো হওয়ার নয়।`