অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা বিরাট কোহলির

ক্রীড়া ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২১, ০১:২৭ এএম

অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা বিরাট কোহলির

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। অবশ্য তিনি টেস্ট ও ওয়ানডের নেতৃত্বে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলি এই ঘোষণা দিয়েছেন আজ। 

কোহলি জানান, তিন ফরম্যাটে একসঙ্গে দায়িত্ব পালন করা চাপের হয়ে যায়। সেজন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। আর বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর সঙ্গে কথা বলেছেন আগে। 

কোহলির ভাইস ক্যাপ্টেন রোহিত শর্মা। তিনিই দায়িত্ব নিতে যাচ্ছেন বিশ্বকাপের পর। কোহলি বিশাল চিঠি ফেসবুকে পোস্ট করেছেন। সেখানে লিখেছেন ৮-৯ বছর ধরে তিনটি ফরম্যাটে খেলছেন। আর ৫-৬ বছর নেতৃত্ব সামলেছেন। এখন একটু বিশ্রাম চান দায়িত্ব থেকে। 

Link copied!