ইনজুরির কারণে কাতার বিশ্বকাপের নকআউট পর্বে ঠিকঠাক খেলতে পারেননি ডি মারিয়া। ফাইনাল ম্যাচের আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি অবশ্য সুখবর দিয়েছেন মারিয়াকে নিয়ে।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘ডি মারিয়া ভালো আছে, খেলার জন্য (তৈরি আছে)। অন্য সবার মতো স্বাভাবিকভাবেই সে (ডি মারিয়া) সপ্তাহ জুড়ে অনুশীলন করেছে। এই ম্যাচে তাকে পাওয়া যাবে।'
তবে ডি মারিয়া শুরু থেকে খেলবেন কিনা সেটা খোলাসা করেননি স্কালোনি।
৩৪ বছর বয়সী ডি মারিয়া খেলছেন নিজের চতুর্থ ও শেষ বিশ্বকাপে। গ্রুপ পর্বে আর্জেন্টিনার তিন ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি। তবে শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাদ পড়েন। তখন জানা যায় তার চোটের খবর। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের শেষদিকে মাত্র ৮ মিনিটের জন্য মাঠে নামেন। কারণ সেসময় গোলের জন্য মরিয়া ছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু ক্রোয়েশিয়ার বিপক্ষে তাকে নিয়ে কোনো ঝুঁকি নেননি স্কালোনি। আলবিসেলেস্তেদের জয় অবশ্যম্ভাবী হওয়ায় বেঞ্চেই থেকে যান ডি মারিয়া।