সংবাদ সম্মেলনে তামিম ইকবাল যা বললেন

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৬, ২০২৩, ০২:১৫ পিএম

সংবাদ সম্মেলনে তামিম ইকবাল যা বললেন

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ান ডে অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়ে দিলেন অবসরের ঘোষণা।

এদিন চট্টগ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি বাংলাদেশ ক্রিকেটের এই কাণ্ডারী। 

বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে নির্ধারিত হটেলে পৌঁছান তামিম। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝেই সংবাদ সম্মেলন ডেকে তামিম বলেন, “জেন্টলম্যান, আই হ্যাভ অলরেডি প্লেইড মাই লাস্ট ম্যাচ।” এ সময় বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি। 

বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক বলেন, “নরম্যালি এমন সময়ে যে কোনো ক্রিকেটারই স্পিচ লিখে নিয়ে আসে, কিন্তু এমন কিছু আমি করিনি। খুব দ্রুতই শেষ করবো আমি।” 

নিজের বাবার স্বপ্ন পুরণের জন্যই ক্রিকেট খেলেছেন উল্লেখ করে তামিম ইকবাল অঅরও বলেন, “আমি শুধু একটি কথাই বলতে চাই, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি।” এরপর আবারও কান্নায় ভেঙে পড়েন তিনি। 

এরপর আবার স্বাভাবিক হয়ে বলেন, “সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেক দিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে। আমি মনে করি, এটা সেরা সময় সরে দাঁড়ানোর, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার।”

দীর্ঘ ১৬ বছর ধেরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তামিম ইকবাল। তার দীর্ঘ এই ক্যারিয়ারের জন্য সতীর্থ, কোচ, বিসিবি, পরিবার ও সমর্থকদের ধন্যবাদ জানান।  

এসময়ে তামিম ইকবাল বলেন, “ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় আমার সব সতীর্থ, সব কোচ, বিসিবির কর্মকর্তাগণ, আমার পরিবার ও যাঁরা আমার পাশে ছিলেন, নানাভাবে সহায়তা করেছেন, ভরসা রেখেছেন এবং আমার ভক্ত-সমর্থক, বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবার অবদান ও ভালোবাসায় আমি চেষ্টা করেছি সব সময় দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে।”

Link copied!