অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর ফাইনালে রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক

মে ৫, ২০২২, ০৯:৪৪ এএম

অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর ফাইনালে রিয়াল মাদ্রিদ

হলিউডের কোনো সিনেমার নাটকীয়তাকেও পরাজিত করলো রিয়াল মাদ্রিদ। দুরন্ত প্রত্যাবর্তনের গল্প লিখে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা। ম্যানচেস্টার সিটিকে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলে হারিয়ে লিভারপুলকে পেল তারা। সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে ব্যবধান ৬-৫। ২৮ মে ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ লিভারপুল। ২০১৮ সালে সর্বশেষ ফাইনালে খেলেছে দলদুটি। সেবার রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হয়। 

ম্যানচেস্টারের ইতিহাদে শেষ চার বা সেমিফাইনালের প্রথম লেগের খেলা ছিল। সে ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। ১ গোলে পিছিয়ে ছিল করিম বেনজেমারা। সান্তিয়াগো বার্নাব্যুতে পূর্ণ শক্তির দল নিয়ে আসে পেপ গার্দিওলার ম্যানসিটি। আর রিয়াল সাজানো গোছানো খেললেও সিটি প্রথম সফলতা পায়।

প্রথমার্ধ শেষে গোলশূন্য ছিল বুধবার সেমিফাইনালের দ্বিতীয় লেগটি। ৭৩ মিনিটে বার্নাডো সিলভার পাস থেকে রিয়াদ মাহরেজ গোল করেন। ১-০ গোলে সিটি এগিয়ে যায়। দুই লেগ মিলিয়ে ৫-৩ হয়ে যায়। ২ গোলে পিছিয়ে যায় মাদ্রিদ। রড্রিগো বদলি হিসেবে মাঠে আসেন। সবাই ধরেই নেয় রিয়াল আর গোলে সফল হবে না। ৯০ মিনিটে রড্রিগো বেনজেমার পাস থেকে গোল করেন। পরের মিনিটে আবারো রড্রিগো গোল করলে রিয়াল মাদ্রিদ দুই লেগ মিলিয়ে গোলস্কোর ৫-৫ করে ফেলে। দ্বিতীয় লেগে যেটা ২-১ হয়ে যায়। ফলে অতিরিক্ত ৩০ মিনিটে যায় খেলা। 

৯৫ বা অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে বেনজেমাকে পেনাল্টি বক্সে ফাউল করা হলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। বেনজেমা গোল করে এই লেগে ৩-১ ও দুই লেগ মিলিয়ে নিয়ে যান ব্যবধান ৬-৫ এ। এরপর আর গোল হয়নি। ফলে রিয়াল মাদ্রিদ নাটকীয়ভাবে ফাইনালে পৌঁছে যায়। 

লিভারপুল মঙ্গলবার ভিয়ারিয়ালকে হারিয়ে ফাইনালে ওঠে। ফ্রান্সের সেন্ট ডেনিস স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ ২৮ মে। ৬ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লিভারপুল মুখোমুখি হবে ১৩ বারের শিরোপাধারী রিয়াল মাদ্রিদের। 

পেপ গার্দিওলার খরুচে ক্লাব ম্যানসিটি। এখনো তারা চ্যাম্পিয়নস লিগ জেতার স্বাদ পায়নি। আরো অপেক্ষা বাড়ল তাদের। 

 

Link copied!