অলিম্পিক মিশন শেষ দিয়ার

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৯, ২০২১, ০৭:০৭ পিএম

অলিম্পিক মিশন শেষ দিয়ার

টোকিওর ইউমেনাস হিমাপার্ক আরচারি মাঠে বেলারুশের প্রতিপক্ষের কাছে প্রথম সেটে ২৩-২২ পয়েন্টে জিতে দারুণ সূচনা করেছেন বাংলাদেশের আরচার দিয়া। পরের দুই সেটে সমান স্কোর হলে জমে ওঠে খেলা।

চতুর্থ সেট হেরে দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন অনিশ্চিত হয়ে যায় দিয়ার। শেষ রাউন্ড জিতে আবার ফিরে লড়াইয়ে। নির্ধারিত প্রথম ৫ সেট শেষ হয় ৫-৫ সেট পয়েন্টে। তবে শেষ পর্যন্ত শ্যুট অফে হেরে বিদায় নিতে হয়েছে তাকে। ৬-৫ সেট পয়েন্টে হেরে যান বাংলাদেশের এই আরচার। প্রতিপক্ষ করেন ১০ স্কোর। দিয়া করেন ৯।

ফলে লড়াই জমিয়ে তুলেও প্রথম রাউন্ড থেকেই অলিম্পিক আসর থেকে বিদায় নিতে হলো দিয়াকে। রোমানের পর দিয়ারও অলিম্পিক মিশন শেষ হয়েছে।

বাংলাদেশের হয়ে শ্যুটিংয়ে আব্দুল্লাহ হেল বাকি বিদায় নিয়েছেন। রোমান সানা ও দিয়াও বিদায় নিলেন। এখন সাঁতারে আরিফুল ও জুনাইনা রয়েছেন। কাল তারা নামবেন পুলে। আর অ্যাথলেটিকসে বাংলাদেশের আশা জহির রায়হানে। 

Link copied!