পাকিস্তান সফর ইতোমধ্যে বাতিল করেছে নিউজিল্যান্ড। আর আগামী মাসের সিরিজ আগেভাগেই বাতিল করেছে ইংল্যান্ড। আর আগামী বছরের ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান সফরের সূচি রয়েছে অস্ট্রেলিয়ার।
দুইটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা অস্ট্রেলিয়ার। নিরাপত্তার কারনে পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ড-ইংল্যান্ডের পর এবার শঙ্কায় অস্ট্রেলিয়া দলের সফর। এমন বেশ কিছু প্রতিবেদন করেছে অস্ট্রেলিয়ার গনমাধ্যম। সেসব প্রতিবেদন চোখ এড়ায়নি রমিজের। তাই অস্ট্রেলিয়াকে সাবধান করে দিয়েছেন তিনি।
রমিজ বলেন, ‘আমি মনে করি অস্ট্রেলিয়ার দায়িত্বশীল হওয়া দরকার। বিষয়টি ক্রিকেটের প্রতি দায়িত্বশীল আচরণ দেখানোর মতোই। ক্রিকেটের এমন বিষয়ে অস্ট্রেলিয়ার একটি বড় ভূমিকা রয়েছে। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মত হলে ক্রিকেটের জন্য ভূমিকা পালন করতে পারবে না অসিরা। যদি নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মতো কাজ করে, তবে ভুল করবে। তাই আমি আহ্বান করছি, এমন ভুল যেন অস্ট্রেলিয়া না করে।’