জানুয়ারি ৩, ২০২২, ০৪:২৫ এএম
লা লিগায় কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা। মায়োর্কাকে ১-০ গোলে হারিয়েছে তারা। আর জয়সূচক গোলটি করেন লোকি ডি ইয়ং। একই রাতে অবশ্য হেরে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। তারা ০-১ গোলে হেরেছে গেটাফের কাছে। আর বর্তমানের লা লিগা চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ ২-০ গোলে হারিয়েছে রায়ো ভায়েকানোকে।
ম্যাচের ৪৪ মিনিটে বার্সেলোনাকে জয়সূচক গোলটি এনে দেন ইয়ং। ওদিকে গেটাফের হয়ে ৯ মিনিটে গোল করেন উনাল। রিয়াল আর ম্যাচে ফিরতে পারেনি।
২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ১ ম্যাচ কম খেলে বার্সেলোনা ৩১ পয়েন্ট নিয়ে অবস্থান করছে পঞ্চমস্থানে। এক পয়েন্ট বেশি নিয়ে অ্যাটলেটিকোর অবস্থান চতুর্থ।