রয়েল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুকে ৭ উইকেটে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে উঠেছে রাজস্থান রয়েলস। আহমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ার্সের ম্যাচ ছিল। ২৯ মে ফাইনালে গুজরাট টাইটান্সের মোকাবিলা করবে রাজস্থান। আরো একবার রয়েল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু শিরোপাবিহীন আইপিএল আসর শেষ করলো।
জস বাটলার চতুর্থ সেঞ্চুরি করেছেন। ১৬ ম্যাচে ৮১৮ রান তার। এ ম্যাচে হার না মানা ১০৬ রান তার।
প্রথমে ব্যাট করে রয়েল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করে। বিরাট কোহলি এ ম্যাচে ৭ রান করেন। পতিদার এলিমিনেটরে সেঞ্চুরি করেছিলেন। এ ম্যাচে ৫৮ রানের ইনিংস তার। ১৮.১ ওভারে জয় নিশ্চিত করে রাজস্থান (১৬১/৩)। বাটলার ছয় মেরে জয় নিশ্চিত করেন।
জবাবে ব্যাট করতে নেমে জস বাটলারের ঝড়ের কবলে পড়ে বেঙ্গালুরু। বাটলার এই আইপিএল ৪টি সেঞ্চুরি ও ৪টি ফিফটি মেরেছেন। সর্বোচ্চ রান তারই। সে এবার রাজস্থানকে ফাইনালে নিয়ে গেলেন।