আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

আগামী বছর ২৪ জুন শুরু

স্পোর্টস ডেস্ক

জুলাই ২৯, ২০২৩, ০৬:৪৯ পিএম

আগামী বছর ২৪ জুন শুরু

আগামী বছর ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যা শুরু হবে ৪ জুন থেকে। ফাইনাল রয়েছে ৩০ জুন। যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে হবে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। 

সেখানকার ১০টি মাঠে ২০টি দলকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হবে। সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ ছিল অস্ট্রেলিয়ার মাটিতে। সেখানে পাকিস্তানকে গত বছর হারিয়ে শিরোপা জেতে ইংল্যান্ড। এবার যুক্তরাষ্ট্রে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাট।

১৫টি দল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছে। ক্রমতালিকার বিচারে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, নিউ জ়িল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং নেদারল্যান্ডস সরাসরি যোগ্যতা অর্জন করে। আয়োজক দেশ হিসাবে খেলবে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ়। যোগ্যতা অর্জন পর্ব খেলে বিশ্বকাপের টিকিট যোগার করে ফেলেছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং পাপুয়া নিউ গিনি। আরও পাঁচটি দল যোগ্যতা অর্জন পর্ব খেলে উঠে আসবে।

 

Link copied!