আফগান স্পিনে ধরাশায়ী বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৮:৫০ পিএম

আফগান স্পিনে ধরাশায়ী বাংলাদেশ

আফগানিস্তান ঘুরে দাঁড়িয়েছে। চট্টগ্রামে বাংলাদেশকে তারা আটকে দিয়েছে ১৯২ রানে। অবশেষে তাদের স্পিনাররা জ্বলে উঠেছে। এখন হোয়াইটওয়াশ এড়াতে তাদের ১৯৩ রান করতে হবে। 

লিটন দাস আগের ম্যাচে সেঞ্চুরি করেছেন। এবার ৮৬ রান করেছেন। আর আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান ৩৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। আর নবি পেয়েছেন ২টি। 

টস জিতে তামিম ব্যাট নিয়েছিলেন। শুরুটা ভাল হয়নি। তামিম ১১ রানে আউট হন। সাকিব ফিরেছেন ৩০ এ। লিটন আগলে রেখেছিলেন বাংলাদেশের ইনিংস। মাহমুদউল্লাহ ৫৩ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন। 

দ্বিতীয় উইকেটে সাকিব আর লিটনের ৬১টি রানের জুটি সবচেয়ে বড়। লিটন ভাল সাপোর্ট পেলে স্কোর আরো বড় হতে পারতো। আজ ১১৩ বলে ৮৬ করেছেন। ৭টি চারের মার তার ইনিংসে। 

স্পিনাররা নিয়েছেন ৫ উইকেট। আর পেসাররা দুটি। কিন্তু বাংলাদেশের তিন ব্যাটসম্যান হয়েছেন রান আউট!

Link copied!