জুলাই ১১, ২০২৩, ০৫:২৫ পিএম
শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদের অবিশ্বাস্য বোলিংয়ে চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে ম্যাচে আফগানিস্তানকে ১২৬ রানে অলআউট করেছে বাংলাদেশ।
আগের দুই ওয়ানডে হেরে সিরিজ খুঁইয়েছে বাংলাদেশ। মঙ্গলবার তাদের হোয়াইওয়াশ এড়ানোর লড়াই ছিল।বাংলাদেশ শুরু থেকে আক্রমণাত্বক ক্রিকেট খেলে চাপে রাখে আফগানদের। ফলে ৪৫.২ ওভারে আফগানিস্তান অলআউট।
আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন আজমাতউল্লাহ ওমরজাই। শরীফুল দলে ফিরে আলো ছড়ালেন। ২১ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। আর ২টি করে উইকেট তাসকিন ও তাইজুলের।
সিরিজের শেষ ম্যাচে মোস্তাফিজের পরিবর্তে খেলার সুযোগ পেয়েই ভয়ংকর রূপ ছড়িয়েছেন শরিফুল। শর্ট বলের বাহাদুরিতে আঁতকে দিয়েছেন আফগান টপ অর্ডারদের।
প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হারের লজ্জা নিবারণে শেষ ম্যাচে ছন্দময় বাংলাদেশ দলকে দেখতে চেয়েছে দর্শক। তা সম্ভব হয়েছে শরিফুলের প্রত্যাবর্তনে। ফিরেই করেছেন ক্যারিয়ারসেরা বোলিং (৯-১-২১-৪)।
বিস্তারিত আসছে....