মরুর বুকে আজ (৩০ আগস্ট) এশিয়া কাপ শুরু করছে বাংলাদেশ। আর প্রথমেই সামনে আফগানিস্তান। ৫-৬ বছর আগেও চোখ বন্ধ করে বলা যেতো-অবশ্যই বাংলাদেশ ফেবারিট!
তবে সেদিন আর নেই। টি টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে ভয়ঙ্কর দল এখন তারা। এ আসরের প্রথম ম্যাচে তারা সাবেক চ্যাম্পিয়ন শ্রীলংকাকে হারিয়ে যাত্রা শুরু করে। এবার সামনে বাংলাদেশ। আজ জিতলে তাদের পরের রাউন্ড প্রায় নিশ্চিত। অন্যদিকে একাদশ কী হবে তা নিয়ে গতকাল সোমবারও চিন্তায় ছিল বাংলাদেশ ক্রিকেট দল।
আফগানিস্তানের বোলিং বৈচিত্র্যে ভরপুর। স্পিনে রশিদ খান, নবি ও মুজিবের ১২ ওভার ভোগাবে যেকোন দলকে। অন্যদিকে পেস বোলিংয়ে ফজল হক ফারুকি আতঙ্কের আরেক নাম। তার পেস ও সুইং সামলাতে যথেষ্ট বেগ পেতে হয় বাংলাদেশী ব্যাটসম্যানদের। আর আফগানদের ব্যাটিংয়ের শুরু জাজাই ও গুরবাজকে দিয়ে। এছাড়া, জাদরান ও আজমতউল্লাহ যেকোনো দলের জন্যই মাথা ব্যথার কারণ।
সাকিব আল হাসান অধিনায়ক হিসেবে আসর শুরুর আগে কিছু কথা বলেছেন। সেখানে মুশফিক ও মাহমুদউল্লাহ দলে থাকবে এটা নিশ্চিত করেছেন। সাকিব এও বলেছেন, মুশফিক কিপার থাকলে তার সুবিধা! শারজায় খেলা। বাংলাদেশ কি বাড়তি স্পিনার নেবে? এবাদত, মোস্তাফিজ ও তাসকিনের খেলার সুযোগ বেশি। তাহলে মোসাদ্দেক বা সাইফউদ্দিনের কথা শোনা যাচ্ছে। মিরাজ থাকবেন কিনা সেটা নিয়েও কথা আছে। সাব্বির ওপেনিংয়ে আসতে পারেন সেটা নিয়ে কথা হচ্ছে। বা মুশফিকও নেমে যেতে পারেন। আজ আফগানদের চমকে দিতে চায় বাংলাদেশ। আফগান সিংহ দের প্রথমেই আপসেট করতে চায় টাইগাররা।
বাংলাদেশের পরের ম্যাচ শ্রীলংকার বিপক্ষে। আজ জিতলে ভাল বাংলাদেশের। আর হারলে বিপদ। শ্রীলংকা মরিয়া হয়ে আছে। আফগানিস্তান পরিসংখ্যানে এগিয়ে রয়েছে। ৮ টি টোয়েন্টি ম্যাচের ৫টিতে জয় তাদের। বাংলাদেশের জয় ৩টিতে।
২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে সবকটি ম্যাচ হেরেছিল টাইগাররা। সে দুঃস্বপ্ন তাড়া করছে বটে। সাকিব আল হাসানের নেতৃত্বে এখন সেদিন পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার দিন আজ।