লিওনেল মেসি তার জীবনে সম্ভাব্য সব কিছুই জয় করেছেন। ক্লাব ও ব্যক্তিগত অর্জনের শীর্ষে আর্জেন্টিনার এই জাদুকর ফুটবলার। তবে অপূর্ণতা খুব বড় জায়গায়। জাতীয় দলের হয়ে অলিম্পিকের স্বর্ণ ছাড়া আর কিছুই জিততে পারেননি তিনি। মেসি এই মাসের কোপা আমেরিকায় খেলবেন (১৩ জুন শুরু)। ২০২২ বিশ্বকাপ খেলতে কাতার যাবেন। ক্যারিয়ারে শেষ বারের মত দুটি আসরে খেলতে নামবেন তিনি। সামনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে কোপা আমেরিকার আগে। অবসরে যাওয়ার আগে জাতীয় দলের হয়ে একটি শিরোপা জিততে চান তিনি। আর্জেন্টিনার স্থানীয় গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাতকার তুলে ধরা হলো দ্য রিপোর্টের পাঠকের জন্য-
প্রশ্ন : চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ। আপনাদের প্রস্তুতি কেমন?
লিওনেল মেসি : ছেলেদের সাথে আবারো খেলতে পেরে ভাল লাগছে। যদিও খুব আজব (করোনা পরিস্থিতি) আর অস্বস্তিকর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। আমাদের যে ক্যাম্পটা চলছে (বুয়েন্স আয়ার্স) এটা অন্যরকম। আমরা মাঝে মাঝে একত্র হই। আর পরিশ্রম করছি সবাই। বাছাইয়ের ম্যাচের জন্য নিজেদের তৈরী করে তুলছি।
প্রশ্ন : কোপা আমেরিকা রয়েছে সামনে। আপনাদের লক্ষ্য কি ?
লিওনেল মেসি : আমি খুবই রোমাঞ্চিত ও ভাল করতে মুখিয়ে আছি। সর্বশেষ কোপা আমেরিকার শেষটা আমাদের খারাপ ছিল না। ভাল একটা অভিজ্ঞতা নিয়ে গেছি। কিন্তু আমরা ওটাতেই খুশি হতে পারছি না। আমাদের উন্নতি করে যেতে হবে। সর্বশেষ বাছাইয়েও আমরা ভাল খেলেছি। তবে সেটা ভাল ছিল না। আবার একটা ব্যাপার। আমরা অনেক দিন কিন্তু একসাথে খেলিও না। জাতীয় দলের ক্যাম্প সর্বশেষ অনেক আগে হয়েছে। আমাদের লক্ষ্য প্রথমে উন্নতি করা।
প্রশ্ন : জয় পাওয়া ও সফল হওয়া কি সম্ভব?
লিওনেল মেসি : আমাদের প্রথমে একটা ছন্দে ফিরতে হবে। আর সেটা দ্রুতই করতে হবে। আর তারপর উন্নতির দিকে এগিয়ে যেতে হবে। জাতীয় দলে সব কিছু বিশেষ কিছু। আমরা জিততে চাই। এবার হবেই মনে হয়। আমরা লক্ষ্যে যাবই। এটাই লক্ষ্য। আমাদের ছেলেরা যথেষ্ট অভিজ্ঞ শিরোপা জয়ের জন্য।
প্রশ্ন : আপনাদের কোচ স্কোলানি কেমন? কোচের সাথে আপনাদের মিলছে সব কিছু?
লিওনেল মেসি : আমার মনে হয় আগে থেকেই আমরা ঐক্যবদ্ধ দল। স্কোলানি আসার পর সব ঠিকভাবেই চলছে। যে ছেলেটিকে যেকাজে দরকার সে সেখানেই আছে।
প্রশ্ন : কোপা আমেরিকা জয়ের ব্যাপারে যদি কিছু বলেন?
লিওনেল মেসি : আমাদের দলটি ভাল। এটা আসর ব্যাপার। আমাদের সামনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে এই দলটি ঐক্যবদ্ধ। কোপা আমেরিকায় আমাদের গ্রুপটি শক্তিশালী। প্রতিটি দল ভাল। আমাদের বিশ্বকাপের বাছাই ম্যাচে আত্মবিশ্বাস সঞ্চয় করতে হবে।
প্রশ্ন : আপনার প্রস্তুতি কেমন হয়েছে ?
লিওনেল মেসি : আমি ভালই আছি। বার্সেলোনা থেকে ফেরার পর বেশ কয়েকদিন অনুশীলন করেছি। কোনো সমস্যা হচ্ছে না। আশা করি সব কিছু ঠিক থাকলে আমরা একটা দল হিসেবে শিরোপা জয়ের দাবি রাখি।