আল নাসরে অভিষেকেই জয় পেলেন রোনালদো

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২৩, ০৮:৫০ পিএম

আল নাসরে অভিষেকেই জয় পেলেন রোনালদো

অবশেষে গতকাল সৌদি আরবে ক্রিস্টিয়ানো রোনালদোর অভিষেক হয়েই গেল। গতকাল রবিবার রাতে অভিষেক হওয়ার পর ইত্তিফাককে ১-০ গোলে হারিয়ে সৌদি প্রো লিগের শীর্ষে উঠল আল নাসর।

রবিবার সৌদি আরবের মরসূল পার্কে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় মাঠে নামবে রোনালদোর ক্লাব আল-নাসর। ইত্তিফাকের বিপক্ষে সৌদি প্রো লিগের ওই ম্যাচেই অভিষেক হতে পারে পর্তুগিজ এই তারকার। এর আগে সৌদি আরবে সিআরসেভেনের অভিষেক হলেও আল-নাসরের হয়ে এখনও মাঠে নামা হয়নি।

আল নাসরের মাঠ মরশুল পার্কে ইত্তিফাকের বিপক্ষে ম্যাচে অধিনায়ক হিসেবে পুরো ৯০ মিনিটই খেলছেন রোনালদো। বল নিয়ে মাঝে মধ্যে পায়ের কারিকুরি কিছুটা দেখালেন। সব মিলিয়ে চারটি শট নিলেও একটিও লক্ষ্যে ছিল না। তাই পুরোটা সময় খেললেও তেমন প্রভাব রাখতে পারলেন না পর্তুগিজ ফরোয়ার্ড।

ম্যাচের সপ্তম মিনিটেই গোলের সুযোগ পান রোনালদো। ডি-বক্সের সামনে থেকে তাঁর শটে বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে বাইরে দিয়ে যায়।

প্রথমার্ধে রোনালদোর সামনে সেরা সুযোগ আসে পরের মিনিটেই। ডি বক্সের একটু বাইরে থেকে নেওয়া ফ্রি কিক শট চলে যায় বারের ওপর দিয়ে। দ্বিতীয়ার্ধে ৭৪ তম মিনিটে বাইসাইকেল কিক গোলেরও চেষ্টা করেন রোনালদো। বল তাঁর পায়ে লাগেনি।

এর আগে বাইলাইনের কাছ থেকে দারুণ এক পাস বাড়ান পিতি মার্তিনেজকে, তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের শট কয়েক ইঞ্চির জন্য লক্ষ্যভেদ করতে পারেনি।

ম্যাচে কোনো গোল করতে না পারলেও রোনালদো ম্যাচ নিয়ে খুশি ছিলেন বলে জানান আল নাসর কোচ রুডি গার্সিয়া। ম্যাচ শেষে ৩৭ বছর বয়সী পর্তুগিজ তারকাকে গার্সিয়া বলেন, ‘সবাই জানে ক্রিস্টিয়ানো পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী। ফুটবল–ইতিহাসের অন্যতম সেরা। আমাদের দায়িত্ব ও যেন নিজের সেরা অবস্থায় থাকতে পারে। আমি চাই সে উপভোগ করুক। আজ প্রথমবারের মতো খেলতে নেমে ও খুশি।’

Link copied!