জয়ে শেষ চ্যাম্পিয়ন বার্সেলোনার

আলবা ও বুসকেটসের আবেগঘন বিদায়

স্পোর্টস ডেস্ক

মে ৩০, ২০২৩, ০১:০৬ এএম

আলবা ও বুসকেটসের আবেগঘন বিদায়

লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা ক্যাম্প ন্যুতে মৌসুমের শেষ ম্যাচে রিয়াল মায়োর্কাকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে। সংষ্কারের কারনে এই মাঠে  আপাতত আর কোন ম্যাচ খেলতে পারছে না কাতালান জায়ান্টরা। শেষ বারের মত ঘরের মাঠে খেলেছে অধিনায়ক সার্জিও বাসকুয়েটস ও ডিফেন্ডার জোর্দি আলবা। 

মৌসুমের শেষে এই দুজনই বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন। ম্যাচের শেষ ভাগে আলবা যখন মাঠ ছেড়ে বদলী বেঞ্চে যাচ্ছিলেন তখন তাকে বেশ আবেগপ্রবন মনে হয়েছে।   এ সময় পুরো স্টেডিয়াম তার এবং বাসকুয়েটসের নাম ধরে  ধ্বনি দিতে  থাকে। আগামী সপ্তাহে সেল্টা ভিগোর বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচই বার্সা ক্যারিয়ারে এই দুজনের শেষ ম্যাচ হতে যাচ্ছে। বার্সেলোনার হয়ে বাসুকয়েটস ৭০০রও বেশী ম্যাচ খেলেছেন, ৯য়টি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছেন। অন্যদিকে ছয়টি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা সুখস্মৃতি নিয়ে আলবা বার্সেলোনা ছাড়তে যাচ্ছেন। 
১৯৫৭ সালের সেপ্টেম্বরে চালু হওয়া ক্যাম্প ন্যু সংষ্কারের কারনে বন্ধ হয়ে যাচ্ছে। 
প্রথমার্ধে আনসু ফাতি জোড়া গোল করেছেন। ৭০ মিনিটে গাভি দলের হয়ে তৃতীয় গোলটি করেছেন। এ নিয়ে মৌসুমে ২৬তম ম্যাচে বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান কোন গোল হজম করেনি। এর মাধ্যমে ১৯৯৩-৯৪ মৌসুমে ডিপোর্তিভো লা করুনার ফ্রান্সিসকো লিয়ানোর সাথে সর্বকালের সেরা রেকর্ড স্পর্শ করেছেন টার স্টেগান। 
 

Link copied!