ইংল্যান্ডের টেস্ট দলে বিতর্কিত রবিনসন

ক্রীড়া ডেস্ক

জুলাই ২২, ২০২১, ০৯:৫৯ এএম

ইংল্যান্ডের টেস্ট দলে বিতর্কিত রবিনসন

ইংল্যান্ডের টেস্ট দলে ফিরলেন বিতর্কিত ক্রিকেটার ওলি রবিনসন। বর্ণবৈষম্য, নারীদের নিয়ে বাজে মন্তব্য আর সেসব গর্ব করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও করে প্রচার করেন তিনি। ফলে তাকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। অবশ্য তার বিরুদ্ধে এখন তদন্ত চলছে। সাময়িকভাবে তাকে ক্রিকেটে ফেরানো হয়েছে। ভবিষ্যতে এমন কিছু আবার করলে হয়তো আবারো বিপাকে পরতে পারেন তিনি। 

ভারত ও ইংল্যান্ড টেস্ট খেলবে। ৫ টেস্টের সিরিজ। প্রথম ২ টেস্টের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। আর সেখানে ১৭ জনের দলে সুযোগ পেয়েছেন ওলি রবিনসন। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটও ভাল করেন তিনি। ৪ আগস্ট নটিংহ্যামে প্রথম টেস্ট ম্যাচটি রয়েছে। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটিমাত্র টেস্ট খেলেই রবিনসনকে শাস্তির মুখে পড়তে হয়। অতীতে সোশ্যাল মিডিয়ায় বৈষম্যমূলক পোস্ট করায় ইসিবি তাকে নিষিদ্ধ করেছিল। সঙ্গে মোটা অঙ্কের জরিমানাও করা হয়।

টেস্ট স্কোয়াডে ফিরেছেন তারকা অল-রাউন্ডার বেন স্টোকসও। সুযোগ পেয়েছেন ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাঠে নামা নটিংহ্যামশায়ারের ওপেনার হাসিব হামিদ।

ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড : 

জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারেস্ট, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রাউলি, স্যাম কুরান, হাসিব হামিদ, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ওলি পোপ, ওলি রবিনসন, ডমিনির সিবলি, বেন স্টোকস এবং মার্ক উড।

 

Link copied!