ইংল্যান্ডের বিপক্ষে ১৫৭ রানের লক্ষ্যে লড়ছে টাইগাররা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৯, ২০২৩, ০৫:২০ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে ১৫৭ রানের লক্ষ্যে লড়ছে টাইগাররা

ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ইংল্যান্ড সংগ্রহ করতে পারে ১৫৬ রান। জয়ের লক্ষ্যে ১৫৭ রানের টার্গেট নিয়ে ইনিংস শুরু করেছে বাংলাদেশ। 

শুরু দুর্দান্ত করলেও দলের ৪৩ রানে রনি আর লিটন ফেরেন সাজঘরে। আদিল রশিদের গুগলিতে রনি ১৪ বলে ২১ ও ১০ বলে ১২ রান করে আর্চারের স্লোয়ার বল উড়িয়ে মারতে গিয়ে ওকসের তালুবন্দি হন লিটন। 

এরপর অশান্ত শুরু হয় শান্তর। উডের ওভারে প্রথম চার বলে চারটি বাউন্ডারি মেরে এক ওভারে তুলেন ১৭ রান।

এর আগে টস হেরে পাওয়ার-প্লেতে উড়ন্ত সূচনা করে ইংল্যান্ড। শুরুতেই ইংল্যান্ডের দুই ওপেনারকেই ফেরানোর সুযোগ পেলেও নাসুমের ফিলিপ সল্টের ক্যাচ মিস আর সাকিবের জস বাটলারের ক্যাচ মিস যেন ম্যাচ মিসের ভয় নিয়ে হাজির হয়।

প্রথমে ক্যাচ মিস করলেও নাসুমের হাতেই আউট হন সল্ট। ৩৫ বলে ৩৮ রান করে সল্ট যখন আউট হন তখন দলের ৮০ রান। এর পর সাকিবের তৃতীয় ওভারে সীমানার কাছে ক্যাচ দিয়ে ফেরেন ডেভিড মালান। ভয় শুরু হয় বাটলারকে নিয়েই। ১৬তম ওভারে ৪২ বলে ৬৭ রান করে হাসান মাহমুদের বলে ফিরে যান তিনি। এর আগের বলেই মুস্তাফিজের শিকার হন বেন ডাকেট। 

তারপর ১১ বলে ৬ রান করে হাসানের হাতেই আউট হন স্যাম কারেন। তাসকিনের পেসের জাদু উড়িয়ে দেয় এক রান করা ক্রিস ওকসকে। মঈন আলি ৮ ও ক্রিস জর্ডান ৫ এক রান করেন।

Link copied!