ক্রিস্টিয়ানো রোনালদো ও জেডন সানচোর গোলে ভিলারিয়ালের মাঠে ২-০ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর তারই সাথে উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বও নিশ্চিত করলো তারা। এদিকে লন্ডনের ক্লাব চেলসিও শেষ ষোলোতে উঠেছে।
ক্লাব ও দেশের হয়ে রোনালদোর গোল এখন ৭৯৯। আর ১টি গোল হলে তিনি ৮০০ গোলের মাইলফলকে পৌঁছাবেন। প্রতিযোগিতামূলক ফুটবলে রোনালদো বিশ্ব ফুটবলে আগেই সর্বোচ্চ গোলের মালিক হয়েছেন।
রোনালদো দলকে এগিয়ে দেয় ৭৮ মিনিটে। এরপর ৯০ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের জয় নিশ্চিত করেন দলের হয়ে নিজের প্রথম গোল করা জেডন সানচো।
জিতলেই নকআউট পর্ব নিশ্চিত, এমন সমীকরণে মাঠে নামা বার্সেলোনা প্রত্যাশিত গোলের দেখা পেলনা। বেনফিকার সাথে গোলশূন্য ড্র করে নকআউট পর্বে ওঠাটা আরও কঠিন করে তুলল জাভির বার্সেলোনা।
স্ট্যামফোর্ড ব্রিজে জুভেন্টাসকে ৪-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করলো গতবারের চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন চেলসি। আর বায়ার্ন মিউনিখ ২-১ গোলে কিয়েভকে হারিয়েছে। রবার্ট লেভানডভস্কি ব্যাক ভলিতে অবিশ্বাস্য গোল করেছেন।