ইউরোপা লিগ : ফ্রাঙ্কফুর্ট চ্যাম্পিয়ন

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৯, ২০২২, ১১:২৪ এএম

ইউরোপা লিগ : ফ্রাঙ্কফুর্ট চ্যাম্পিয়ন

ফাইনালের সব উত্তেজনা এবং রোমাঞ্চই ছিল আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট এবং রেঞ্জার্স এফসির মধ্যকার ম্যাচে। ম্যাচজুড়ে হয়েছে দুর্দান্ত লড়াই। নির্ধারিত এবং অতিরিক্ত সময়ে মীমাংসা না (১-১) হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে স্কটিশ ক্লাবটিকে ৫-৪ ব্যবধানে হারিয়ে উয়েফা ইউরোপা লিগের শিরোপা ঘরে তুলেছে ফ্রাঙ্কফুর্ট।

এর মাধ্যমে ৪২ বছর পর ইউরোপা লিগের শিরোপাখরা কাটাল ফ্রাঙ্কফুর্ট। এর আগে ১৯৮০ সালে বুরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখকে হারিয়ে ইউরোপের দ্বিতীয় মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার শ্রেষ্ঠত্বের মুকুট পরেছিল জার্মান বুন্দেসলিগার ক্লাবটি। ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হওয়ায় চ্যাম্পিয়নস লিগের আগামী আসরে খেলার সুযোগ পেল ফ্রাঙ্কফুর্ট।

Link copied!