ইঞ্জুরি জর্জরতায় মৌসুমের প্রথম এল ক্লাসিকো

তৌকির আহমেদ

অক্টোবর ১৫, ২০২২, ০৬:৫৫ পিএম

ইঞ্জুরি জর্জরতায় মৌসুমের প্রথম এল ক্লাসিকো

মৌসুমের প্রথম এল ক্লাসিকো মাঠে গড়াবে রবিবার। মর্যাদার লড়াইয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে মাঠে নামবে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রবিবার রাত সাড়ে আটটায় রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্ণাব্যুতে অনুষ্ঠিত হবে বহুল প্রতিক্ষিত ম্যাচটি। 

বদলে গেছে লড়াইয়ের ধরন

লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো লা লীগা ছাড়ার পর এল ক্লাসিকোর জৌলুশ হারিয়ে গেছে অনেকটা। লা লীগা ছেড়েছেন সার্জিও রামোস, লুইস সুয়ারেজ, ক্যাসেমিরোর মতো তারকা ফুটবলাররা। তবে মৌসুমের শুরুতে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ থেকে বার্সায় যোগ দিয়েছেন পোলিশ গোলমেশিন রবার্ট লেওয়ানডফস্কি। রিয়াল স্ট্রাইকার করিম বেনজেমার সাথে পিচিচি ট্রফি জয়ের দৌড়ে যিনি অনেকটা এগিয়ে আছেন। পূর্বে এল ক্লাসিকো যেমন ছিলো মেসি রোনালদোর লড়াই, বর্তমানে এ লড়াইটা বেনজেমা - লেওয়ানডফস্কির।

ইঞ্জুরিতে দু’দলই

এল ক্লাসিকোর আগে দুই দলেরই রয়েছে ইনজুরি সমস্যা। রিয়ালের বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া ইনজুরিতে মাঠের বাইরে আছে। ক্লাসিকোতে রিয়ালের গোলপোস্ট সামলানোর দায়িত্ব এসে পড়েছে ইউক্রেন ইন্টারন্যাশনাল আন্দ্রে লুনিনের কাধে। স্প্যানিশ মিডফিল্ডার ডানি সেবায়েস ও ভুগছেন হ্যামস্ট্রিংয়ের চোটে।

ইনজুরি সমস্যায় রিয়ালের চেয়ে একধাপ এগিয়ে বার্সেলোনা। দলের টিফেন্সের মূল ভরসা রোনাল্ড আরাউহো ইনজুরির জন্য মাসদুয়েকের জন্য ছিটকে গেছেন। ড্যানিশ ডিফেন্ডার আন্দ্রেস ক্রিস্টিনসেন ও গোড়ালির ইঞ্জুরিতে আছে মাঠের বাইরে। স্প্যানিশ রাইটব্যাক হেক্টর বেলারিন ও ডাচ ফরোয়ার্ড মেম্ফিস ডিপাই কে ও পাচ্ছেন না বার্সা বস জাভি। তবে বার্সার জন্য সুখবর হচ্ছে ইনজুরি থেকে ফিরেছেন ফরাসি তরুণ তুর্কী জুলেস কুন্দে। অভিজ্ঞ জেরার্ড পিকের পাশাপাশি বার্সার রক্ষণভাগ সামলানোর দায়িত্ব এ ফ্রেঞ্চম্যানের।

সম্ভাব্য লাইনআপ

ম্যাচের সম্ভাব্য লাইনআপ প্রকাশ করেছে স্প্যানিশ ক্রিয়া সংবাদমাধ্যম মার্কা। মার্কার মতে রিয়ালের গোলপোস্টের দায়িত্বে থাকবেন আন্দ্রে লুনিন। চার ডিফেন্ডারের দায়িত্বে খেলবেন দানি কারভারহাল, টনি রুডিগার, দাভিদ আলাবা এবং এডওয়ার্ড মেন্দি। মাঝমাঠ সামলানোর দায়িত্ব থাকবে টনি ক্রুস, আরেলিন শুয়ামেনি, লুকা মদ্রিচের কাধে। রিয়ালের আক্রমণভাগের নেতৃত্ব দিবেন ভিনিসিয়ুস জুনিয়র, করিম বেনজেমা এবং রদ্রিগো।

বার্সার গোলপোস্ট সামলাবেন মার্ক আন্দ্রে টার স্টেগেন। চার ডিফেন্ডার হয়ে খেলবেন সার্জি রবার্তো, জেরার্ড পিকে, এরিক গার্সিয়া ও মার্কোস আলোনসো। মাঝমাঠে অভিজ্ঞ সার্জিও বুসকেটসের সাথে থাকবেন দুই তরুণ মিডফিল্ডার পেদ্রি ও গাভি। আক্রমণভাগে থাকবেন রবার্ট লেওয়ানডফস্কি, উসমান দেম্বেলে এবং রাফিনিয়া। বাংলাদেশ সময় রবিবার রাত সাড়ে আটটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি সরাসরি দেখাবে ভারতীয় টিভি চ্যালেন এমটিভি।

Link copied!