সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে দশ জনের দলে পরিণত হওয়া বাংলাদেশ ১-১ গোলে ড্র করেছে ভারতের সঙ্গে। সুনীল ছেত্রীর ২৬ মিনিটের গোলে লিড নেয় ভারত। ৫৪ মিনিটে বাংলাদেশের বিশ্বনাথ ঘোষ লাল কার্ড দেখেন। বাংলাদেশ কাউন্টার অ্যাটাকে চেষ্টা করছিল। তবে কর্ণার থেকে ভেসে আসা বল হেডে জালে জড়িয়ে দেন ইয়াসিন আরাফাত ৭৪ মিনিটে। অবিশ্বাস্য সমতাসূচক গোল। ভারত আর ম্যাচে গোল করতে পারেনি। রাকিব গোল মিস না করলে বাংলাদেশ ম্যাচটিতে জিততে পারতো হয়তো।
সাফে উদ্বোধনী ম্যাচে শ্রীলংকাকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। তপু বর্মণ গোলটি করেছিলেন। বর্তমানে বাংলাদেশের পয়েন্ট ৪। আর ফাইনালের আশা রয়েছে।
৫ দলের আসর সাফ চ্যাম্পিয়ন। মালে তে খেলা হচ্ছে। ৪টি করে ম্যাচ। প্রথম ও দ্বিতীয়স্থানে থাকা দুটি দল ফাইনালে খেলবে। বাংলাদেশ ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।
বাংলাদেশ ২০০৩ সালে সর্বশেষ সাফে চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার তারা মালদ্বীপকে হারায়। ১৯৯৯ সালের পর ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ।