উদ্বোধনী ম্যাচে শতরানও করতে পারল না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

ক্রীড়া ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৩, ০৯:৫৯ পিএম

উদ্বোধনী ম্যাচে শতরানও করতে পারল না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নবম আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টসে হেরে ব্যাট করতে নেমে সমর্থকদের হতাশ করে মাত্র ৮৯ রানে ইনিংস শেষ করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাশরাফির সিলেট স্ট্রাইকার্সের বোলিং তোপে বিপর্যয় নেমে আসে চট্টগ্রামের ব্যাটিং অর্ডারে।

শুক্রবার (৬ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম। জয়ের জন্য সিলেট স্ট্রাইকার্সের প্রয়োজন মাত্র ৯০ রান।

ব্যাট করতে নেমে শুরু থেকেই সিলেটের বোলারদের তোপে পড়ে চট্টগ্রাম। ১৪ বলে ১১ রান করে ওপেনার মেহেদী মারুফ রান আউটের শিকার হলেও মোহাম্মদ আমিরের বলে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমের পথ ধরেন ডারউইশ রাসুলি। আউট হওয়ার আগে ডারউইশ ৯ বলে ৩ রান করেন।

শুরুর ধাক্কা সামলে না উঠতেই ৭ বল খেলে মাত্র ১ রান করে রেজাউর রহমান রাজার বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক শুভাগত হোম।

দলীয় ৪৪ রানে চতুর্থ উইকেট হারায় চট্টগ্রাম। উইকেট থেকে বেরিয়ে এসে কোলিন অ্যাকারম্যানকে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন আল-আমিন। ২০ বলে ১৮ রান আসে তার ব্যাট থেকে।

মিডল অর্ডারে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন আফিফ হোসেন। কিন্তু তাঁকে সঙ্গ দিতে পারেননি উসমান খান, উম্মুখ চাঁদ কিংবা মৃত্যুঞ্জয় চৌধুরী। ১৬তম ওভারে আফিফ বিদায় নিলে চট্টগ্রামের শেষ আশাটুকুরও মৃত্যু হয়। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষ ৮৯ রানে থামে চট্টগ্রামের ইনিংস।

Link copied!