টি-টেন গ্লোবাল স্পোর্টসের সহায়তায় জিম্বাবুয়েতে বসেছে জিম-আফ্রো টি-টেন লিগ। আগামী ২০ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হয়েছে জিম সাইবার সিটি। দেশটির অন্যতম বড় রিয়েল স্টেট প্রতিষ্ঠান সিটি।
জিম-আফ্রো টি-টেন লিগের প্রধান পৃষ্ঠপোষক হওয়ায় টুর্নামেন্টটি পরিচিত পাবে জিম সাইবার সিটি জিম-আফ্রো টি-টেন লিগ। আগামী ২ জুলাই টুর্নামেন্টটির প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে পাঁচটি ফ্রাঞ্চাইজি। ইতোমধ্যেই দলগুলো সরাসরি চুক্তিতে চারজন করে ক্রিকেটারকে দলে নিয়েছে।
টি-টেন গ্লোবাল স্পোর্টসের চেয়ারম্যান নওয়াব সাজি উল মুলক বলেন, `জিম সাইবার সিটিকে জিম আফ্রো টি-টেন লিগে সংযুক্ত করতে পেরে আমরা খুশি। দীর্ঘদিন ধরে তারা জিম্বাবুয়েতে ভালো কাজ করছে। জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাস অনেক সমৃদ্ধ। আশা করি, এই কোলাবোরেশন ক্রিকেটের ইকোসিস্টেমকে উন্নত করতে ভূমিকা রাখবে।`
জিম সাইবার সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা টেন্ডায়ি হলুপো মামভুরা বলেন, `জিম্বাবুয়ের লোকজন এই টুর্নামেন্টের জন্য অধীর আগ্রহে আছে। আমরা টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হতে পারে দারুণ বোধ করছি। এই সংযুক্ত জিম্বাবুয়ের ক্রিকেট ইকোসিস্টেম তৈরি করতে সহায়তা করবে বলে মনে করি।`