এ বছর হবে না বিপিএল

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৪, ২০২১, ০৯:০৯ এএম

এ বছর হবে না বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের (বিপিএল) অষ্টম আসর এই বছরে হওয়ার সুযোগ নেই। সম্ভবত ২০২২ সালের জানুয়ারিতে এই ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে পারে। মুলত জাতীয় দলের খেলোয়াড়দের ব্যস্ত সূচির কারনেই এ বছর বিপিএল আয়োজন করা সম্ভব হচ্ছেনা।

নির্ধারিত সময়ে জাতীয় খেলোয়াড়দের না পাওয়ায় এই বছর টুর্নামেন্ট আয়োজন না করার কারণ বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

প্রাথমিকভাবে চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে বিপিএল অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু নভেম্বরে পাকিস্তান সফর করবে বাংলাদেশ এবং ডিসেম্বরে নিউজিল্যান্ডকে আথিয়েতা দিবে তারা। আগামী বছরের জানুয়ারিতে বিপিএলের তারিখ নির্ধারন করার আহ্বান জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

ঘরোয়া ক্যালেন্ডার প্রস্তুতির জন্য সংশ্লিষ্টদের সাথে বৈঠকের পর শনিবার মল্লিক বলেন, ‘জাতীয় দল নভেম্বর মাসে পাকিস্তান সফর করতে পারে। ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। জাতীয় দলের খেলোয়াড় ছাড়া বিপিএল আয়োজন সম্ভব নয়। তাই আগামী জানুয়ারিতে বিপিএল করার পরিকল্পনা করছে গর্ভনিং কাউন্সিল।’

তিনি আরও বলেন, ‘নভেম্বর ও ডিসেম্বর আয়োজনের সুযোগ ছিলো। কিন্তু ঐ সময় আন্তর্জাতিক সিরিজ রয়েছে। এ বছর বিপিএল হবে না, এটি ইতিবাচক বিষয় নয়। আমাদের বলা উচিত, আগামী বছরের জানুয়ারি বিপিএলের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে।’

Link copied!