পিএসজির সাথে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ইতোমধ্যেই নিজের এই সিদ্ধান্তের কথা এমবাপ্পে ক্লাবকে জানিয়ে দিয়েছেন। এবারের গ্রীষ্মে লিওনের মেসির পাশাপাশি এমবাপ্পের ক্লাব ছাড়া নিয়ে যে গুঞ্জন ছিল তা সত্যি হলো।
২৪ বছর বয়সী ফরাসি এই স্ট্রাইকারের সাথে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ আগামী মৌসুমের পরে শেষ হয়ে যেত। যদিও চুক্তি অনুযায়ী আরো এক বছরের জন্য তা বৃদ্ধির শর্ত ছিল। কিন্তু এমবাপ্পে তা মেনে নেয়নি। এমবাপ্পে নতুন চুক্তিতে স্বাক্ষর না করায় আগামী বছর ফ্রি-ট্রান্সফারে তাকে ছেড়ে দেবার ঝুঁকি ছিল।
সে কারনেই এবারের গ্রীষ্মেই পিএসজি এমবাপ্পেকে অন্য ক্লাবের কাছে বিক্রি করে দেবার সুযোগ কাজে লাগাতে চায়। চুক্তি নবায়ন না করার বিষয়টি পত্রের মাধ্যমে লিখিতভাবে ক্লাবকে জানিয়েছেন এমবাপ্পে। আর সেটাই ফরাসি দৈনিক এল’ইকুয়েপ প্রকাশ করেছে। মেসিকে ইন্টার মিয়ামির কাছে ছাড়া পর এবার এমবাপ্পের ক্লাব ছাড়ার সিদ্ধান্তে কার্যত পিএসজির ক্ষতিই হলো। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এমবাপ্পের হাতে ৩১ জুলাই পর্যন্ত সময় রয়েছে।