এশিয়া কাপ চলাকালীন পাকিস্তান ও শ্রীলংকায় ভ্রমণের জন্য অংশগ্রহণকারী দলগুলোকে চার্টার্ড ফ্লাইট দিবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ৩০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়া কাপ।
হাইব্র্রিড মডেলে প্রথমবারের মত দু’টি ভিন্ন দেশ- শ্রীলংকা ও পাকিস্তানে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। হাইব্রিড মডেলের পেছনে প্রধান কারণ হলো, রাজনৈতিক কারনে মূল আয়োজক পাকিস্তান সফরে যেতে রাজি নয় ভারত।
এশিয়া কাপে নিজেদের সব ম্যাচ শুধুমাত্র শ্রীলংকার মাটিতেই খেলবে ভারত। টুর্নামেন্টের বাকি পাঁচটি দল নিজেদের ম্যাচগুলো শ্রীলংকা ও পাকিস্তানের মাটিতে খেলবে। ৭২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ক্যান্ডি ও লাহোরে গ্রুপ পর্বে নিজেদের দু’টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর অর্থ হল, প্রায় ২৭৭০ কিলোমিটার আকাশপথে ভ্রমণ করতে হবে বাংলাদেশকে।
যেহেতু দীর্ঘ ভ্রমন এবং আন্তর্জাতিক অঙ্গনের চাপে খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়বে, সেহেতু অংশ নেয়া দলগুলোর জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে এসিসি।
আজ বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘ক্যান্ডিতে প্রথম ম্যাচ খেলার পর, পরের ম্যাচের জন্য পাকিস্তানে উড়ে যেতে হবে আমাদের। এটি নিয়ে আমাদের কিছু করার নেই। এজন্য ভ্রমণকে আরামদায়ক করতে, সবার জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে এসিসি।’