আজ ভারত বিশ্বকাপের সূচি প্রকাশ হবে

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্বপ্ন ধূসর!

স্পোর্টস ডেস্ক

জুন ২৭, ২০২৩, ০৬:০৭ এএম

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্বপ্ন ধূসর!

২০২৩ বিশ্বকাপে ২ বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ খেলবে কিনা সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে। নেদারল্যান্ডসের বিপক্ষে ৩৭৪ রান করেও নিরাপদ ছিল না তারা। ডাচ ক্রিকেটাররা ‘কমলা বিপ্লব’ দেখালো জিম্বাবুয়ের হারারেতে। সমান ৩৭৪ তুলে ফেলে তারা। সুপার ওভারে (১ ওভার) নেদারল্যান্ডস ৩০ রান তোলে। আন্তর্জাতিক ক্রিকেটে সুপার ওভারে সর্বোচ্চ রান এটি। 

ফন বিক ওয়েস্ট ইন্ডিজের হোল্ডারকে ৬ বলে ৩টি ছয় ও ৩টি চার মেরেছেন। ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে ৮ রান তুলতে পারে। ক্রিকেটের ময়দানে অবিশাস্য জয় একসময় ফুটবলের কমলা বিপ্লবীদের। ক্রিকেটেও তারা আলোড়ন সৃষ্টি করেছে।  
হারলেও সুপার সিক্সে উঠল ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ ‘এ’ থেকে তৃতীয় দল হিসাবে সুপার সিক্সে তারা। ক্যারিবিয়ান বাহিনী ছাড়াও পরের পর্বে ওই গ্রুপের জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ডস। শীর্ষে রইল জিম্বাবুয়ে। অন্য গ্রুপ থেকে সুপার সিক্সে উঠল শ্রীলঙ্কা, স্কটল্যান্ড এবং ওমান। এই ছ’দলের খেলা হবে পরের পর্বে। সেখানে শুধু অন্য গ্রুপের দলগুলির বিপক্ষে খেলতে হবে। এই পর্বের পয়েন্ট যাবে পরের পর্বে। মোট পয়েন্টের বিচারে প্রথম দু’টি দল বিশ্বকাপের মূল পর্বে উঠবে। 

আজ বিশ্বকাপ সূচি প্রকাশ করবে আইসিসি। পাকিস্তান ঝামেলা করায় এবার একটু দেরিতে প্রকাশ হচ্ছে। অবশ্য সব মিটে গেছে। 

Link copied!