বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বছাই পর্বের বাকি ম্যাচগুলো কাতারে গিয়ে খেলতে হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে। শুক্রবার এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানিয়েছে, আগামী ৩১ মে থেকে ১৫ জুনের মধ্যে এশিয়ান অঞ্চলের বাছাই পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আর ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। ফলে বাকি তিনটি ম্যাচ নিজেদের ঘরের মাঠে খেলতে পারছেন না জামাল ভূঁইয়ারা।
আফগানিস্তান, ওমান ও ভারতের বিপক্ষে ম্যাচগুলো বিদেশের মাটিতে অর্থাৎ কাতারে গিয়েই খেলতে হবে তাদের। সূচি অনুযায়ী আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ছিল ২৫ মার্চ। ৭ জুন ভারত এবং ১৫ জুন ছিল ওমানের বিপক্ষে ম্যাচ। এএফসির নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এই প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠে আর খেলা হচ্ছে লাল সবুজের জার্সিধারীদের। নতুন করে আবার সূচি তৈরি করেছে এএফসি। এ সূচি অনুযায়ী আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ জুন। ভারত ও ওমানের বিপক্ষে ম্যাচের তারিখের পরিবর্তন আনা হয়নি। আগের নির্ধারিত সূচিতেই হবে ম্যাচ দুটি। বাছাই পর্বে পাঁচ ম্যাচ খেলেছে ‘ই’ গ্রুপে থাকা বাংলাদেশ।