আগামী অক্টোবরে মালদ্বীপে অনুষ্ঠেয় ২০২১ সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে তিন জাতির ফুটবল টুর্নামেন্ট খেলতে আজ কিরগিজস্তানের পথে বাংলাদেশ ফুটবল দল। আজ দুপুর একটা ৪০ মিনিটে কিরগিজস্তানে পৌঁছানোর কথা জাতীয় দলের ফুটবলারদের।
কিরগিজস্তানে আগামী ২ সেপ্টেম্বর শুরু হবে তিন জাতির ফুটবল টুর্নামেন্ট। এ টুর্নামেন্টে খেলবে কিরগিজস্তান জাতীয় দল ও অনূর্ধ্ব-২৩ দল। এছাড়া সফরকারী বাংলাদেশের সঙ্গে খেলবে ফিলিস্তিন। ৫ সেপ্টেম্বর ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। এবারের বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন দুই প্রবাসী ফুটবলার। তারা হলেন ফ্রান্সের প্রবাসী ফুটবলার নাইব মোহাম্মদ তাহমিদ ইসলাম এবং কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খান।
২৩ সদস্যের বাংলাদেশ দল : আনিসুর রহমান জিকো, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, কাজী তারিক রায়হান, সুমন রেজা, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, জামাল ভূইয়া, শহিদুল আলম সোহেল, সোহেল রানা, সাদউদ্দিন, রেজাউল করিম, রাকিব হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ আতিকুজ্জামান, মিতুল মারমা, নাইব মোহাম্মদ তাহমিদ ইসলাম ও রাহবার ওয়াহেদ খান।