কে হতে যাচ্ছেন বিশ্বের এক নম্বর ফুটবল দল ব্রাজিলের কোচ?

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২২, ০৮:৩৫ পিএম

কে হতে যাচ্ছেন বিশ্বের এক নম্বর ফুটবল দল ব্রাজিলের কোচ?

বিশ্বকাপে অপ্রত্যাশিতভাবে ক্রোয়েশিয়ার সাথে দল হারার পর সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ তিতে নিজেই জানান দায়িত্ব ছাড়ার কথা। তাঁর চেয়ে যোগ্য কারো হাতেই সেলেসাওদের ২০২৬ বিশ্বকাপের জন্য গড়ে তোলার দায়িত্ব দেওয়ার অনুরোধ জানান তিনি। এরপরই শুরু হয় গুঞ্জন, কে হতে যাচ্ছেন পরাক্রমশালী ব্রাজিল দলের কাণ্ডারি?

বিদায়ী কোচ তিতে সেদিনই বলেছিলেন, ‘আমার পালা শেষ। আমি বছর দেড়েক আগেই বলেছিলাম, ‘দল জিতুক বা হারুক বিশ্বকাপের পর আর থাকছি না। আমার জায়গা নেওয়ার জন্য আরও ভালো ও পেশাদার কোচ রয়েছেন। তাঁদের হাতেই দায়িত্ব দেওয়া উচিত বলে মনে করি আমি। দলের ব্যর্থতার জন্য আমরা সবাই দায়ী।’

এরপরই ব্রাজিল সমর্থকদের মনে প্রশ্ন: তাহলে নেইমারদের দায়িত্ব নিচ্ছেন কে? স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, তিতের জায়গায় ব্রাজিলের নতুন কোচ হওয়ার দৌড়ে তিনজন রয়েছেন। তারা হলেন: মানো মেনেজেস, আবেল ফেরেইরা ও দোরিভাল জুনিয়র।

ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যমের দাবি, ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাকে নাকি খুবই পছন্দ ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি এদনাল্দো রদরিগেসের। কিন্তু এ ক্ষেত্রে আবার দুটি সমস্যাও রয়েছে।

প্রথমত, সদ্য নতুন চুক্তিতে সই করা কোচকে ছাড়তে রাজি হবে কি না ম্যানসিটি। দ্বিতীয়ত, তাঁকে যতটা অর্থ দিতে হবে, সেই সামর্থ্য এ মুহূর্তে নেই ব্রাজিল ফুটবল ফেডারেশনের। ফলে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

তবে আবেল ফেরেইরাকে নিয়ে কৌতূহল রয়েছে। তিনি বর্তমানে পর্তুগালের পালমেইরাস দলের কোচিং করাচ্ছেন। তবে দীর্ঘ অভিজ্ঞতা এবং ফুটবলারদের সাথে সহজেই মিশে যাওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। তাই তাঁকে নিয়ে আগ্রহ রয়েছে ব্রাজিল ফুটবল সংস্থার।

আর দোরিভাল জুনিয়র আবার ব্রাজিলের ক্লাব ফুটবলে খুবই সফল কোচ। বর্তমানে তিনি যুক্ত রয়েছেন ফ্ল্যামেঙ্গো ক্লাবের সাথে, যাঁরা এবার কোপা দে ব্রাজিল এবং কোপা লিবের্তাদোরেস ট্রফি জিতে চমকে দিয়েছে।

ব্রাজিলের ক্লাব ইন্টারন্যাশনাল সামলাচ্ছেন মানো মেনেজেস। তিনি ব্রাজিল দলের কোচ ছিলেন তিন বছর। ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলকেও ২০১২ সালে সামলেছিলেন তিনি। সব মিলিয়ে বেশ কয়েকজন সফল কোচের নাম এলেও কে হবেন ব্রাজিল দলের কোচ, তা জানা যাবে শিগগিরই।

Link copied!