কোহলিকে গ্রেপ্তার করবেন না: গুজরাট পুলিশকে অনুরোধ দিল্লির!

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৩, ২০২৩, ১২:১৩ পিএম

কোহলিকে গ্রেপ্তার করবেন না: গুজরাট পুলিশকে অনুরোধ দিল্লির!

ভারতের গুজরাটে আহমেদাবাদে বর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে অস্ট্রেলিয়া-ভারত এখন মুখোমুখি হয়েছে। এই টেস্টের চতুর্থ দিনের খেলা চলাকালে বিরাট কোহলিকে নিয়ে সমর্থকদের মনে তৈরি হয়েছে উদ্বেগ। আর এই উদ্বেগের কারণ খোদ দিল্লি পুলিশ! ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে গ্রেপ্তার না করতে গুজরাট পুলিশের কাছে আর্জি জানিয়েছে খোদ দিল্লি পুলিশ! সমর্থকদের মনে প্রশ্ন: কী এমন করেছেন বিরাট, যার জন্য তাঁকে গ্রেপ্তার করবে পুলিশ?

দীর্ঘদিন পর আহমেদাবাদে দেখা গেছে চিরচেনা সেই কোহলিকে। টেস্ট ক্রিকেটে রানের ধারায় ফিরেছেন এই হার্ড হিটার। শনিবার ১৪ মাস পর পাওয়া টেস্টে অর্ধশতককে নিয়ে যান শতকে। এতে ৪০ মাস পর দেখা মিলেছে টেস্ট শতকের। আর ১৪ রানের জন্য বঞ্চিত হন অষ্টম দ্বিশতক থেকে। সুযোগ নষ্ট করলেও সারা দিন তিনি অজি বোলারদের পিটিয়ে জেরবার করে ছেড়েছেন।

যেহেতু পেটানো অন্যায়, সেই পয়েন্টে মজার ছলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোষ্ট করে দিল্লি পুলিশ। সেই পোষ্টে কোহলিকে যাতে গ্রেপ্তার করা না হয় সে জন্য লেখা ছিল: প্রিয় গুজরাট পুলিশ, বিদেশি অতিথিদের এভাবে মারার জন্য আমাদের দিল্লির ছেলে বিরাট কোহলির বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করবেন না। 

টাইস অব ইন্ডিয়া

Link copied!