ক্যারিবিয়দের ধবল ধোলাইয়ের মিশনে টাইগাররা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২১, ০৫:২৭ পিএম

ক্যারিবিয়দের ধবল ধোলাইয়ের মিশনে টাইগাররা

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ান ডে সিরিজের তৃতীয়   শেষ ম্যাচে বড় সংগ্রহই গড়ল টাইগাররা। সোমবার চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে তামিম, সাকিব, মুশফিক মাহমুদউল্লাহ রিয়াদের চারটি র্অধশতকে টাইগাররা ২৯৭ রানের বড় স্কোর গড়ে ক্যারিবিয়দের সামনে ২৯৮ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। নির্ধারিত ৫০ ওভারে ওই রান করতে তারা খরচ করেছে ৬ উইকেট।

BAN-WI
সাকিব-তামিম জুটিতে বড় স্কোর গড়ল টাইগাররা

সকালে টসে জিতে ফিল্ডিং নিয়েছিল সফরকারি দলের অধিনায়ক জেসন মোহাম্মদ। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই শূণ্য রানে লিটন দাসকে হারায় বাংলাদেশ। এরপর ব্যক্তিগত ২০ রানে প্যাভিলিয়নে ফিরেন নাজমুল হোসেন শান্ত। দলীয় ৩৮ রানে উইকেট হারানোর পর ক্রিজে আসেন সাকিব। এরপর অধিনায়ক তামিম ইকবাল সাকিব আল হাসান গড়েন ৯৩ রারেন জুটি।

ব্যক্তিগত ৬৪ রান করে আউট হন তামিম। পরে সাকিবকে সঙ্গ দেন মুশফিকুর রহিম। সাকিব ফিরলে শেষ দিকে রীতিমত ঝড় তোলেন মুশফিক-মাহমুদউল্লাহ জুটি। দুজনে গড়েন ৭২ রানের এক সফল জুটি। ৫৫ বলে ৬৪ রান করে মুশফিক আউট হলে ৪৩ বলে ৬৪ রানের এক অনবদ্য ইনিংস খেলেন রিয়াদ।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। তৃতীয় ম্যাচটি নিয়ম রক্ষার ম্যাচ হলেও টাইগাররা হাল্কাভাবে নেয়নি এটা। তারা ক্যারিবিয়দের ধবল ধোলাইয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে।

Link copied!