ক্রিকেটকে বিদায় বললেন এবি ‘৩৬০ ডিগ্রি’ ডি’ভিলিয়ার্স

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২০, ২০২১, ০২:১৪ এএম

ক্রিকেটকে বিদায় বললেন এবি ‘৩৬০ ডিগ্রি’ ডি’ভিলিয়ার্স

সর্বশেষ ৩ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমেছিলেন ‘৩৬০ ডিগ্রি’ ক্রিকেটার খ্যাত এবিডি ভিলিয়ার্স। তবে বিশ্বজুড়ে খেলে চলেছিলেন ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটে। তবে এবার ব্যাট-প্যাড-হেলমেট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন সব ধরণের ক্রিকেটে থেকে।

মাঝে বেশ কয়েকবারই গুঞ্জন শোনা গিয়েছিলে অবসর ভেঙে ফের আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে পারেন ভিলিয়ার্স। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও শোনা গিয়েছিল। তাকে ফিরিয়ে আনার ইঙ্গিতও ছিল দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণা দিয়েছেন ভিলিয়ার্স। ৩৭ বছর বয়সী ভিলিয়ার্স লিখেছেন, 'এটা একটা অবিশ্বাস্য অভিযান হলেও আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার বড় ভাইদের সঙ্গে বাড়ির উঠানের সেসব দিন থেকে আমি বিশুদ্ধ আনন্দ ও লাগামহীন উৎসাহের সঙ্গে ক্রিকেট খেলেছি।

ক্রিকেট ক্যারিয়ারে জড়িয়ে থাকা সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি, 'ক্রিকেট আমাকে দুহাত ভরে দিয়েছে। টাইটান্স বা প্রোটিয়া বা আরসিবি বা বিশ্বজুড়ে যেখানেই খেলা হোক না কেন এই খেলাটি আমাকে অকল্পনীয় অভিজ্ঞতা ও সুযোগ দিয়েছে এবং আমি সবসময় এজন্য কৃতজ্ঞ থাকব। আমি ধন্যবাদ জানাতে চাই প্রত্যেক সতীর্থ, প্রতিটি প্রতিপক্ষ, প্রত্যেক কোচ, প্রত্যেক ফিজিও ও প্রত্যেক স্টাফদের যারা একই পথে হেঁটেছে এবং দক্ষিণ আফ্রিকা, ভারত বা যেখানেই আমি খেলেছি, সেখানেই আমি যে সমর্থন পেয়েছি, তাতে আমি কৃতজ্ঞ।'

নিজের পরিবারকে আরও বেশি সময় দিতেই এবার সব ধরণের ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিলেন ভিলিয়ার্স, 'সবশেষে বলতে চাই, আমি নিশ্চিত যে আমার পরিবার, আমার বাবা-মা, আমার ভাই, আমার স্ত্রী ড্যানিয়েল ও আমার সন্তানদের ত্যাগ ছাড়া এসবের কিছুই সম্ভব হত না। আমি আমাদের জীবনের পরবর্তী অধ্যায়ের অপেক্ষায় রয়েছি যেখানে আমি সত্যিই তাদেরকে সবার আগে রাখতে পারব।'

দক্ষিণ আফ্রিকার হয়ে সব মিলিয়ে তিনি খেলেছেন ৪০০ এরও বেশি ম্যাচ, যেখানে তিনি করেছেন ২০ হাজার (২০০১৪) রানের বেশি। টেস্টে দেশটির চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক এবং ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, টাইটান্স, ব্রিসবেন হিট, রংপুর রাইডার্স, বার্বেডোজ ট্রাইডেন্টস, লাহোর কালান্দার্সের মতো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ৩৪০টি টি-টোয়েন্টি ম্যাচ। সেখানেও তার সংগ্রহ ৯৪২৪ রান।

Link copied!