গোল্ডেন বুট নয়, বিশ্বকাপ জিততে এসেছি: এমবাপ্পে

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২২, ০১:৫২ পিএম

গোল্ডেন বুট নয়, বিশ্বকাপ জিততে এসেছি: এমবাপ্পে

চলতি কাতার বিশ্বকাপে পোল্যান্ডকে ৩-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। এই ম্যাচেই জোড়া গোল করেছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। যার সুবাদে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের একটি রেকর্ড ভেঙে দিয়েছেন ২৩ বছর বয়সী পিএসজির এই তারকা।

ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজের ২৪ বছরের কোটা পূরণের আগেই ৭ গোলের রেকর্ড এতদিন ছিল পেলের দখলে। সর্বকালের সেরা এই ফুটবলার ১৯৫৮ সালের বিশ্বকাপে মাত্র ১৭ বছর বয়সে ৬ গোল করে ব্রাজিলকে প্রথম বিশ্বকাপের সোনালি ট্রফি উপহার দেন। এরপর ১৯৬২ সালের বিশ্বকাপে ইনজুরির কারণে সব ম্যাচে খেলতে না পারলেও ১ গোল করে দলের বিশ্বকাপ জয়ে অবদান রাখেন।

তবে পেলের সেই রেকর্ড ভেঙে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন এমবাপ্পে।

দুই বিশ্বকাপে ১১ ম্যাচ খেলে এরইমধ্যে ৯ গোল করে ফেলেছেন এমবাপ্পে। যা রীতিমতো বিস্ময় জাগাচ্ছে সবার মনে।

এমবাপ্পে বলেন, ‘আমার প্রধান লক্ষ্যই হলো- বিশ্বকাপ জেতা। এখন পরবর্তী ম্যাচ কোয়ার্টার ফাইনাল, যা বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ।’

গোল্ডেন বুটের প্রসঙ্গে জানতে চাইলে এ তারকা বলেন, 'আমি এখানে গোল্ডেন বুট নয়, বিশ্বকাপ জিততে এসেছি। আমি যদি বুট জিতি, তাহলে অবশ্যই খুশি হবো। কিন্তু আমি এখানে ওটার জন্য আসিনি। আমি জাতীয় দলকে সাহায্য করতে এসেছি।’

উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় দোহার আল বায়েত স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

Link copied!