গোয়ায় রোনালদোর ভাস্কর্য

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২১, ০৮:২৪ পিএম

গোয়ায় রোনালদোর ভাস্কর্য

বর্তমান ফুটবল বিশ্বে রন বা ক্রিশ্চিয়ান রোনালদোর ভক্ত সংখ্যা কতো? সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চোখ রাখলে তার একটা ধারনা হয়তো পাওয়া যাবে কিন্তু প্রকৃত সংখ্যাটা অজানা। তবে সারাবিশ্বে তার ভক্ত সংখ্যা নেহায়েতই কম নয়। ব্যক্তি ছাড়িয়ে এবার তার ভক্তের তালিকায় পৌঁছে গেছে বিভিন্ন দেশের প্রশাসনও।

সম্প্রতি ভারতের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র গোয়ার কলঙ্গুটে সরকারের পক্ষ থেকে তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর ভাস্কর্য স্থাপন করা হয়েছে। ৩ বছর সময় নিয়ে ১২ লাখ রূপি ব্যয়ে ৪১০ কেজি ওজনের ভাস্কর্যটি তৈরি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বন্দর মন্ত্রী ও কলঙ্গুটের এমএলএ মাইকেল লোবো পর্তুগিজ তারকার ভাস্কর্যটি উন্মোচন করেন।

রোনালদোর ভাস্কর্য উন্মোচনের সময়ে মাইকেল লোবো বলেন, “রোনালদো একজন বৈশ্বিক কিংবদন্তি। গোয়ার অনেক তরুণ ও প্রতিভাবান ফুটবলারেরও অনুপ্রেরণা তিনি। তারা সবাই রোনালদোর মতো হতে চায়। আমরা চাই আমাদের ফুটবলাররা রোনালদোর মতো কিংবদন্তি হয়ে উঠুক। এ ভাস্কর্যটি তাদের অনুপ্রেরণা জোগাবে।”

তবে রোনালদোর স্থাপিত এ ভাস্কর্য নিয়ে এর মধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে। রোনালদোর ভাস্কর্য স্থাপনের বিরুদ্ধে স্থানীয়রা কালো পতাকা নিয়ে প্রতিবাদ করেছেন। প্রতিবাদকারীদের মধ্যে অন্যতম প্রেমানন্দ দিবকরের মতে, এখানে রোনালদোর চেয়ে গোয়ার কলঙ্গুটের একজন বিখ্যাত ফুটবলারের ভাস্কর্য স্থাপন বেশি অর্থপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হতো।

Link copied!