জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও স্বস্তিতে নেই ব্রাজিল। ইনজুরির কারণে গ্রুপ পর্বের বাকী দুই ম্যাচ খেলতে পারবেন না দলের সবচেয়ে বড় তারকা নেইমার।
ডান পায়ের গোড়ালির চোটে ম্যাচের ৮০ মিনিটে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান তারকা। বেঞ্চে বসে এ সময় নেইমারকে কাঁদতেও দেখা যায়। পরে প্রকাশিত ছবিতে দেখা গেছে, নেইমারের গোড়ালির কাছাকাছি জায়গাটা বেশ বাজেভাবে ফুলে আছে।
ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লাসমার জানিয়েছিলেন, নেইমারের পা মচকেছে। তবে এই চোট কত গভীর, সেটা জানতে অপেক্ষা করতে হবে অন্তত ২৪ থেকে ৪৮ ঘণ্টা।
তবে শুক্রবার রদ্রিগো লাসমার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, 'শুক্রবার বিকেলে নেইমারের এমআরআই করা হয়েছে। গোড়ালিতে মারাত্মকভাবে আঘাত পেয়েছে। আর তাই নিশ্চিতভাবে পরের ম্যাচে খেলতে পারছে না। নেইমার চিকিৎসার ভেতর দিয়ে যাবে এবং বিশ্বকাপে আবার খেলার জন্য তাকে প্রস্তুত করার চেষ্টা করা হবে।’
এই দুই ম্যাচে নেইমারের ছিটকে যাওয়ার খবরের পর তাঁর বিকল্প কে হতে পারেন, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।