চোখের জলে বিদায় এক ফুটবল কিংবদন্তীর

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১১, ২০২২, ০২:৪৩ পিএম

চোখের জলে বিদায় এক ফুটবল কিংবদন্তীর

বহু যুদ্ধে দলকে রক্ষা করা রোনালদো পারলেন না দলকে উদ্ধার করতে। মরক্কোর বিপক্ষে এক গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। দলের হারে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামা ৩৭ বছর বয়সী এ কিংবদন্তী।

রোনালদোও বিশ্বকাপ শুরুর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন—বিশ্বকাপটা আপন রঙে রাঙাবেন। আর এর জন্য তিনি নিজেকে ভালোভাবে তৈরিও করে এসেছেন।

কিন্তু ইংল্যান্ড থেকে কাতার আসার আগে ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে এক বোমা ফাটানো সাক্ষাৎকার দিয়ে বিতর্ক তৈরি করলেন নিজেই।

এরপর দ্বিতীয় রাউন্ডে পর্তুগাল কোচের এক সিদ্ধান্তে বিশ্ববাসী অবাক হয়ে যান। ক্রিস্টিয়ানো রোনালদোকে বোকা বানিয়ে দিয়ে মাঠে নামানো হয় রামোসকে।

সে থেকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও মরক্কোর বিপক্ষে দলের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে সাইড বেঞ্চে বসিয়ে রাখে পর্তুগাল।

গতকাল প্রথমার্ধে গোল খাওয়ার পর দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে সান্তোস তাকে মাঠে নামালেও কিছুই করতে পারেননি। এভাবেই বিশ্বকাপ শেষ হয়ে গেল পর্তুগালের।

বিশ্বকাপ শিরোপাটা এনে দিতে না পারলেও পর্তুগালের জার্সিতে রোনালদোর যা অর্জন তা তার অমরত্ব! সেটা নিশ্চিতভাবে বলাই যায়। ২০০৩ সালে জাতীয় দলের হয়ে অভিষেকের পর ২০০৪ সালের ইউরোতে ফাইনাল খেলেন পর্তুগালের হয়ে। সেবার গ্রীসের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় পর্তুগালের। অশ্রুসিক্ত ১৮ বছরের রোনালদো সেদিন না পারলেও ১২ বছর পর ২০১৬ সালে ইউরো শিরোপাটা এনে দিয়েছিলেন দেশকে।

পাঁচ বিশ্বকাপে ২০ ম্যাচ খেলে ৮ গোল করেছেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোল স্কোরার। শিরোপার স্বপ্ন নিতে এসে খালি হাতে বিদায় নিলেন।

Link copied!