তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

জাদরানের ব্যাটে আফগানিস্তানের জয়

স্পোর্টস ডেস্ক

জুন ২, ২০২৩, ০৭:১৬ পিএম

জাদরানের ব্যাটে আফগানিস্তানের জয়

শ্রীলংকাকে ৬ উইকেটে হারিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে আফগানিস্তান। রশিদ খানকে ছাড়াই ৩ ম্যাচের সিরিজে ১-০ তে লিড নিয়েছে তারা। চোট থাকায় প্রথম দুই ওয়ানডেতে খেলছেন না রশিদ।

হামবানতোতায় প্রথমে ব্যাট করে শ্রীলংকা ২৬৮ রান সংগ্রহ করে সবকটি উইকেট হারিয়েছে। জবাবে আফগানিস্তান ইব্রাহিম জাদরানের ৯৮ রানের ইনিংসে ভর করে ৪৬.৫ ওভারে জয় নিশ্চিত করে। এছাড়া রহমত শাহ ৫৫ ও শহিদি ৩৮ রান করেছেন। 

শ্রীলংকার কাসুন রাজিথা ২টি উইকেট নিয়েছেন। আর ১টি করে উইকেট কুমারা ও পাতিরানার। 

জাদরান ৯৮ বলে ৯৮ রান করেন ১১টি চার ও ২টি ছক্কায়। ২ রানের জন্য তিনি সেঞ্চুরি বঞ্চিত হন।  দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি ৪ জুন অনুষ্ঠিত হবে। 

Link copied!