জাম্পিং-বোটিংয়ে টাইগারদের আনন্দের একদিন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৪, ২০২১, ০২:২১ এএম

জাম্পিং-বোটিংয়ে টাইগারদের আনন্দের একদিন

নিউজিল্যান্ডে কোয়ারেন্টিনের পর দারুণ সময় কাটছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। দুদিন দলীয় অনুশীলনের পর শনিবার তৃতীয় দিন ছিল ছুটির। তা কাজে লাগালেন ভালোভাবেই। তাসকিন আহমেদ দিয়েছেন বানজি জাম্পিং। সদস্যদের সংগে করেছেন জেট বোটিং। সবকিছু মিলিয়ে দিনটি ছিল অনন্য। কী বলছেন তারা?  পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো। 

নাঈম শেখ

আসলে ক্রাইস্টচার্চে আমরা সাতদিন কোয়ারেন্টাইনে অনুশীলন করেছি। তো ওইখানের উইকেটের থেকে এখানকার উইকেট অনেক কমফোর্টেবল এবং ইজি মনে হইতাছে। এখানে উপভোগ করার চেষ্টা করতেছি আর এখানে আসছি, আমার জন্য এই আবহাওয়া ও পরিস্থিতি সবকিছু অনেক কমফোর্টেবল। আমি এখানে উপভোগ করছি।

তাসকিন আহমেদ 

১৪ দিনের কোয়ারেন্টাইন আমাদের জন্য ভিন্ন ধরনের অভিজ্ঞতা ছিল। তো এইটা শেষ করার পরে আমরা ইতোমধ্যে দুইদিন অনুশীলন করেছি। অনুশীলন সুবিধা এবং সবকিছুই অনেক সুন্দর। তো আজ আমাদের ছুটির দিন ছিল, দলের সবাই কিছু ফান একটিভিটি করলাম। তো খুব ভালো লাগছে, আশা করি সামনেও অনেক ভালো যাবে। 

আফিফ হোসেন

কোয়ারেন্টাইনের পর ভালো অনুশীলন সুবিধা পেয়েছি আমরা। তো এটা আমাদের প্রস্তুতির জন্য অনেক সহযোগিতা করছে। অনুশীলন সুবিধার মাঝে আমরা যেরকম উইকেট পাচ্ছি গতদিন আমরা মূল উইকেটে ব্যাটিং করেছি। তো এই জিনিসগুলো আশা করি আমাদের প্রস্তুতি জন্য অনেক কাজে দেবে।

Link copied!