জিম্বাবুয়ে-আফ্রো টি-টেনে পিএসএলের দল

স্পোর্টস ডেস্ক

জুন ২০, ২০২৩, ০২:৩৪ এএম

জিম্বাবুয়ে-আফ্রো টি-টেনে পিএসএলের দল

আগামী ২০ জুলাই পর্দা উঠবে জিম্বাবুয়ে-আফ্রো টি-টেন লিগের। এই টুর্নামেন্টে দল কিনেছে পাকিস্তান সুপার লিগের ফ্রাঞ্চাইজি লাহোর কালান্দার্স। টুর্নামেন্টের ডারবান ফ্রাঞ্চাইজির মালিকানা নিয়েছে। টুর্নামেন্টে দলটির নাম হবে ডারবান কালান্দার্স। দলটির মালিকানায় থাকবেন পাকিস্তানের দুই ব্যবসায়ী আতিফ নাঈম রানা ও সামিন নাঈম রানা।

ডারবান কালান্দার্স ছাড়াও অংশ নিচ্ছে- হারারে হ্যারিকেন্স, কেপটাউন স্যাম্প আর্মি, বুলাওয়ে ব্রেভস ও জোবার্গ লায়নস। পাঁচ দলের এই টুর্নামেন্টের আগে অনুষ্ঠিত হবে নিলাম। আগামী ২ জুলাই এই টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে। ২০ জুলাই শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৯ জুলাই। সবগুলো ম্যাচই আয়োজিত হবে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে।

টি-টেন গ্লোবাল স্পোর্টসের সহযোগীতায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। পিএসএল চ্যাম্পিয়ন এই টুর্নামেন্টে অংশ নেওয়া বেশ খুশি। এই নিয়ে প্রতিষ্ঠানটির কর্ণধার নওয়াব সাজি উল মূলক বলেন, ‍‍`পিএসএল চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে-আফ্রো টুর্নামেন্টে অংশ নেওয়ায় বেশ ভালো লাগছে। দীর্ঘদিন ধরে পিএসএল সফলভাবে হওয়ার প্রভাব এটি। আশা করি, এখানে দারুণ ক্রিকেট হবে এবং ডারবান কালান্দার্স শিরোপার জন্য লড়াই করবে।‍‍`

জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর ম্যাকোনি বলেন, ‍‍`কালান্দার্সকে আমরা স্বাগতম জানায়। তারা পাকিস্তানের দারুণ সফল। এখানেও তাদের ওই ধারাবাহিকতা ধরে রাখবে এমনটাই আশা আমাদের।‍‍`

ডারবান কালান্দার্সের মালিক সামিন নাঈম রানা বেশ খুশি জিম্বাবুয়ে-আফ্রো টি-টেন লিগে নাম লিখিয়ে। তিনি বলেন, ‍‍`দুইবার পিএসএল জিতে এখানে এসেছি। আশা করি, আমরা জিম্বাবুয়েতেও আমাদের সাফল্য ধরে রাখতে পারব।‍‍`

Link copied!