হারারে স্পোর্টস ক্লাবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে ২৪১ রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪০ রান তুলেছে স্বাগতিকরা। প্রথম ম্যাচে বাংলাদেশ জিতে ১-০ তে এগিয়ে। সমতা আনতে চাইলে এই ম্যাচ জিততে হবে ব্রেন্ডন টেলরদের।
জিম্বাবুয়ে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ এই ম্যাচে পেসার মোস্তাফিজুর রহমানকে নিতে পারেনি। চোট রয়েছে এখনো কার্টার মাস্টারের। ফলে প্রথম ওয়ানডেতে যে দল ছিল সেই দলকেই বেছে নেন তামিম ইকবাল। অপরিবর্তত ছিল একাদশ।
জিম্বাবুয়ের শুরুটা কঠিন ছিল। তবে চাকাভা (২৬), ব্রেন্ডন টেলর (৪৬), মায়ার্স (৩৪), মাধেভিরা (৫৬) ও সিকান্দার রাজার (৩০) লড়াকু ব্যাটিংয়ে মোটামুটি মানের একটি স্কোর গড়তে পারে স্বাগতিকরা।
বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম ৪৬ রানে ৪ উইকেট নিয়েছেন। সাকিব আল হাসান প্রথম ওয়ানডে ম্যাচে ৫টি উইকেট পেয়েছিলেন। এই ম্যাচে তিনি ৪২ রান দিয়ে ২টি উইকেট নিতে সক্ষম হয়েছেন।
এদিকে নিজের বলে ফিরতি ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন মিরাজ। নিবিড় ভাবে তার চোট দেখা হচ্ছে।