জুনেই ঢাকা আসবে আর্জেন্টিনা, দাবি আর্জেন্টাইন মিডিয়া

ক্রীড়া ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ০২:৩৮ এএম

জুনেই ঢাকা আসবে আর্জেন্টিনা, দাবি আর্জেন্টাইন মিডিয়া

আর্জেন্টিনার একটি অনলাইন দৈনিক ডোবেল আমারিল্লা দাবি করেছে, আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল আগামী জুনে ঢাকায় আসবে। আর তারা খেলবে নির্মানাধীন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। 

লিওনেল মেসির দল ঢাকায় ১২ থেকে ২০ জুনের মধ্যে যে কোনো তারিখে খেলবে। বাংলাদেশে আর্জেন্টিনার যে সমর্থন সেটা অবিশ্বাস্য পর্যায়ের। আর্জেন্টিনার জনগণও সেটা ইতিমধ্যে জেনে গেছে। আর সে ভালবাসার মূল্য ‍দিতে চলেছে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল। 

তবে ১০ থেকে ১২ মিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে এই আয়োজনে। আর্জেন্টিনা ঢাকায় যে প্রীতি ম্যাচ খেলবে সে প্রতিপক্ষ এখনো নিশ্চিত হয়নি।

আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক মজবুত হয়েছে কাতার বিশ্বকাপ দিয়ে। ওই আসরে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছিল লিওনেল মেসিরা। আসরের শুরু থেকে লাতিন আমেরিকার দেশটিকে সমর্থন দিয়ে বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়েছিল বাংলাদেশের সমর্থকরা। আর্জেন্টিনার পতাকা হাতে, জার্সি গায়ে জড়িয়ে, বুবুজেলা বাজিয়ে মেসিদের প্রতিটি জয় রাস্তায় নেমে উদ্‌যাপন করেছিল এ দেশের ফুটবলপ্রেমীরা।

এই খবর চোখ এড়ায়নি আর্জেন্টিনারও। অকুণ্ঠ সমর্থনের জন্য সে সময় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছিল মেসিদের কোচ লিওনেল স্ক্যালোনি ও দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। সে দেশের জনগণের হৃদয়েও জায়গা করে নিয়েছে বাংলাদেশের সমর্থকরা। কদিন আগে বিশ্বকাপ জয় নিয়ে আর্জেন্টিনার ‘ওলে’ পত্রিকাকে মেসির সাক্ষাৎকার দেওয়ার সময়ও উঠে এসেছিল সে প্রসঙ্গ।

কাতারে ২০২২ ফিফা বিশ্বকাপ জেতে লিওনেল মেসির আর্জেন্টিনা। বাংলাদেশের মত পুরো বিশ্বেই মেসি ভক্তদের স্বপ্নের মত ছিল এটা। ঢাকায় এলে আর্জেন্টাইন সমর্থকদের জন্য এটা হবে বড় এক পাওয়া।

Link copied!