জয়ে শুরু বসুন্ধরা কিংসের

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৮, ২০২১, ১১:৫৪ পিএম

জয়ে শুরু বসুন্ধরা কিংসের

এএফসি কাপে শুভ সূচনা করেছে বাংলাদেশের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে দাপুটে জয় ঢাকার কাবটির। ২-০ গোলে তারা হারিয়েছে মালদ্বীপের কাব মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কাবকে। বিকালে এর আগে বেঙ্গালুরুকে ২-০ গোলে হারায় মোহনবাগান (গ্রুপ ডি)। 

মাজিয়া শুরু থেকেই আত্মবিশ্বাসের অভাবে ছিল মনে হয়েছে। সহজ একটি সুযোগ মিস করে শুরুতেই। আর ব্যাক পাস দিয়ে আত্মঘাতি গোল করে বসেন স্বাগতিক কাবের মোহাম্মদ ইরুফান। ২৫ মিনিটে মাজিয়ার আত্মঘাতি গোলে লিড নেয় বসুন্ধরা কিংস। ৪০ মিনিটে একক প্রচেষ্টায় গোল করেন বসুন্ধরার ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহো। প্রথমার্ধ শেষে ২-০ গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে কিংসরা। দ্বিতীয়ার্ধে আর গোল হয়নি। 

২১ আগস্ট নিজেদের দ্বিতীয় ম্যাচে কিংসের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। ২৪ আগস্ট ভারতের ঐতিহ্যবাহী কাব  মোহনবাগানের মুখোমুখি হবে বাংলাদেশের কাব বসুন্ধরা কিংস। তাদের প্রত্যেকটি ম্যাচই মালদ্বীপের রাজধানী মালের রামশি ধান্দু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এএফসি কাপে ভালো খেলার লক্ষ্য নিয়েই মালদ্বীপে গেছেন কোচ অস্কার ব্রুজেন ও তার শিষ্যরা। নিজেদের সেরা খেলাটাই উপহার দিতে চাইবে তারা। 

 

Link copied!