জয়ে শেষ করতে চায় বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৯, ২০২১, ১১:২৩ এএম

জয়ে শেষ করতে চায় বাংলাদেশ

সিরিজের চতুর্থ ম্যাচ হেরে অস্ট্র্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। তবে এখন জয় দিয়ে সিরিজ শেষ করতে চায় টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ শেষ করার লক্ষ্য নিয়েই আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি খেলতে মাঠে নামবে  টাইগাররা।

অন্য দিকে  সিরিজ হারলেও  জয় দিয়ে সফর শেষ করতে চাইবে অস্ট্রেলিয়া। আজ শেষ ম্যাচটিও সন্ধ্যা ৬টায় শুরু হবে। আর সম্প্রচার করবে টি স্পোর্টস ও গাজী টিভি। বাংলাদেশ টানা ৩ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছিল। কিন্তু চতুর্থ ম্যাচটি তারা হারে ৩ উইকেটে। শেষটা ভালভাবে করতে চাইবে বাংলাদেশ। কারণ আবার চলতি মাসে নিউজিল্যান্ড আসবে। ২৪ আগস্ট বায়ো বাবলে প্রবেশের তারিখ। এর ফাঁকে সবাই বিশ্রাম নেবেন। নিউজিল্যান্ড সিরিজের আগে বিশ্রাম জরুরি ক্রিকেটারদের। 

আজ অস্ট্রেলিয়া একই একাদশ খেলালেও বাংলাদেশ দলে আসতে পারে পরিবর্তন। যদিও গুঞ্জন সৌম্য সরকার ওপেনিংয়ে খেলবেন। 

 

Link copied!