জয়ের মাঝে অ্যানফিল্ডে রোনালদোর পাশে সমর্থকরা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২০, ২০২২, ০২:৪২ এএম

জয়ের মাঝে অ্যানফিল্ডে রোনালদোর পাশে সমর্থকরা

ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা সন্তান হারিয়েছেন। সে শোক বইবার শক্তি তাদের নেই। রোনালদো তার পরিবারকে সময় দিয়েছেন। স্ত্রী জর্জিনার পাশে ছিলেন। অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে খেলতে পারেননি। আর লিভারপুলের সমর্থকরা সপ্তম মিনিটে মানে রোনালদোর জার্সি নম্বরের সাথে মিল রেখে তার মৃত সন্তানের স্মরণ করে গেয়েছে,‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন।’

লিভারপুলের কাছে ৪-০ তে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সালাহ জোড়া গোল করেছেন। আর অপর দুটি গোল সাদিও মানে ও ডিয়াজের। এই জয়ে লিভারপুল পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে। ৩২ ম্যাচে তাদের ৭৬ পয়েন্ট। ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ম্যানচেস্টার সিটি। 

ইংলিশ প্রিমিয়ার লিগ লিভারপুলের জয়ের আশা রয়েছে। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের শেষ চারে থাকাটা কঠিন হয়ে গেল। চ্যাম্পিয়নস লিগ খেলতে পারবে কিনা নিশ্চয়তা নেই। ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ইউনাইটেড ৬ নম্বরে। সেরা চারে থাকা কঠিন।  

Link copied!