হারারেতে টসে জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান জায়গা করে নিয়েছেন। আর বিশ্রামে শরিফুল। কাজি নুরুল হাসান সোহান একাদশে এসেছেন। আর মেহেদী হাসান মিরাজের জায়গায় নেওয়া হয়েছে সোহানকে।
বাংলাদেশ টানা ২টি ওয়ানডে জিতে ২-০ তে এগিয়ে। আজ জিতলে ২০০৯ সালের পর অ্যাওয়েতে হোয়াইটওয়াশ করবে তারা। জিম্বাবুয়ে ওয়ানডেতে এটা এড়াতে চাইবে।
চোটের জন্য মোস্তাফিজ আগের দুটি ওয়ানডে খেলতে পারেননি। সোহান জায়গা পাচ্ছিলেন না। দারুণ প্রিমিয়ার লিগ মৌসুম খেলেছেন। অবশেষে দলে ডাক পেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
বাংলাদেশ দল : তামিম, লিটন, সাকিব, মিথুন, মাহমুদউল্লাহ, সোহান, আফিফ, মোসাদ্দেক, সাইফউদ্দিন, তাসকিন, মোস্তাফিজ।
জিম্বাবুয়ে দল : টেলর, চাকাভা, মারুমানি, মায়ার্স, মাদেভিরে, রাজা, রায়ান, তিরিপানো, জঙ্গি, মুজারাবানি, চাতারা।